My Sports App Download
500 MB Free on Subscription


লিটনের ফর্মহীনতায় সুযোগ মিললো নাঈম শেখের!

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী শুক্রবার লঙ্কানদের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজ শুরুর আগে দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছিল বিসিবি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৬ সদস্যের দল ঘোষণা করে। আগের ১৫ জনের সঙ্গে নতুন করে ডাক পেয়েছেন তরুণ ব্যাটসম্যান নাঈম শেখ।

 নাঈমের সুযোগ পাওয়াটা তৈরি হয়েছে লিটনের ব্যর্থতার কারনে। সর্বশেষ ৮ ওয়ানডের কোনটিতেই বড় স্কোর গড়তে পারেননি তিনি। এই ৮ ম্যাচে লিটনের সর্বোচ্চ রান ২৫, মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে করেছিলেন। হয়তো শুক্রবার তৃতীয় ম্যাচটিতে তামিমের সঙ্গী হিসেবে নাঈমকে দেখা যেতে পারে। 

প্রথম দুই ম্যাচের জন্য ১৫ জনের দলে না থাকলেও স্ট্যান্ড বাই হিসেবে ছিলেন নাঈম। দেশের জার্সিতে নয়টি টি-টোয়েন্টির পাশাপাশি একটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে নাঈমের। যদিও গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে খেলা একমাত্র ওয়ানডে ম্যাচটিতে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪২ ম্যাচে নাঈম ৪৫.৫২ গড়ে ১ হাজার ৮২১ রান করেছেন। ৪ টি সেঞ্চুরির পাশাপাশি ১২টি হাফসেঞ্চুরি রয়েছেন নাঈমের।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচটিতে ৩৩ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচটিতে ডার্কওয়াথ লুইস পদ্ধতিতে ১২৫ রানের জয় পায় স্বাগতিকরা। এই জয়ে লঙ্কানদের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় তামিম-মুশফিকরা।

তৃতীয় ওয়ানডের দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ।