করোনাকালীন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ খেলেছে তাঁরা। বর্তমানে সিরিজ খেলতে বাংলাদেশে রয়েছে ক্যারিবিয়ানরা। তবে এখানে এসে পর্যাপ্ত অনুশীলন করতে না পারায় আক্ষেপ করছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ফিল সিমন্স।
গেল ১০ জানুয়ারি বাংলাদেশের মাটিতে পা রাখে ওয়েস্ট ইন্ডিজ দল। করোনাকালীন সিরিজ হওয়ায় বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে তাঁদেরকে। বিমান বন্দরে পা রাখার পর সেখান থেকে সরাসরি হোটেলে পৌঁছে কোয়ারেন্টাইনে থাকা শুরু করে তাঁরা।
যেখানে প্রথম তিনদিন হোটেল রুম থেকে বের হওয়ার সুযোগ পাননি তাঁরা। দুইবার করোনা নেগেটিভ হওয়ার পর ১৪ জানুয়ারি অনুশীলন শুরু করেছিল দলটি। বাংলাদেশ সফরে এসে কেবল ৪ দিন অনুশীলন করার সুযোগ পেয়েছেন সিমন্সের শিষ্যরা।
চারদিনের অনুশীলন শেষে সোমবার (১৮ জানুয়ারি) বিকেএসপিতে নিজেদের মাঝে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্যারিবিয়ানরা। এর একদিন পর ২০ জানুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজ। যে কারণে পর্যাপ্ত অনুশীলন করতে না পারায় আক্ষেপ করেছেন দলটির প্রধান কোচ।
এ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘এটি আমার পক্ষে কখনই যথেষ্ট নয়। আমি মনে করি নিউজিল্যান্ডে আমাদের যে সময়টা ছিল সেটা আমার কাছে ভালো লাগত। সেখানে সময় কম হলেও আমরা সেই সময়ের মধ্যেই নিজেদের যথাসম্ভব ফিট করার চেষ্টা করতাম।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আইসিসির ওয়ানডে সুপার লিগ শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে সিরিজটি তাঁদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন সিমন্স। যে কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজটা দারুণভাবে শুরু করতে চায় তাঁরা।