বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে নতুন সদস্য হিসেবে মনোনিত হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। গত বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিসিবির নির্বাচক প্যানেলে জাতীয় দলের দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু রাজ্জাকের নাম দেখে খুশি হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আপাতত খেলার মাঝে না থাকলেও সংসদ সদস্য হওয়ায় মাশরাফিকে ব্যস্ত থাকতে হয় নানা কাজে। তবে বন্ধুর এমন সংবাদে দেরি হলেও শুভেচ্ছা জানাতে ভুলেননি তিনি।শুক্রবার (২৯ জানুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে বন্ধু রাজ্জাকে শুভকামনা জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। লিখেন, ‘খান আবদুর রাজ্জাক (রাজ), বন্ধু একটু দেরি হয়ে গেল শুভ কামনা জানাতে। হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে, তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে সেটা হলো- তুই ক্রিকেট কতো গভীরে বুঝিস তা দেখানোর সুযোগ তুই এবার পেয়েছিস।’
দীর্ঘদিন একসাথে জাতীয় দলে খেলেছেন মাশরাফি-রাজ্জাক। ফলে খুব কাছ থেকেই দেখেছেন দু’জন দু’জনকে। খেলার মাঠে বাইরেও নানা বিষয় নিয়ে চলে আলোচনা। নানা সংকেটে পাশে থেকেছেন একে অপরের। ফলে রাজ্জাক তার নতুন এ জার্নিতেও সফল হবেন বলে আশা প্রকাশ করেছেন মাশরাফি।তিনি বলেন, ‘জানি তুই তোর সেরাটাই দিবি এবং সফলও হবি, ইনশাআল্লাহ। এতদিন বাঁ হাতের ভেলকি দেখেছে সবাই, এবার দেখবে তোর মস্তিষ্কের, যা নিয়ে কোনদিনও আমার সংসয় ছিল না। অনেক সংকটে তোর সাথে কথা বলেছি বলেই বলছি, তুই বিজয়ী হবি ইনশাআল্লাহ।’
অধিনায়কত্ব ছাড়ার পর প্রথমবারের মতো সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে জায়গা পাননি মাশরাফি। কারণ হিসিবে বিসিবি জানিয়েছে, ২০২৩ বিশ্বকাপ পরিকল্পনা মাশরাফি না থাকায় থাকে বিবেচনায় রাখা হয়নি।ফিট থাকার পরও তরুণদের দলে সুযোগ দিয়ে নিজের নাম না থাকার বিষয়টিও স্বাভাবিকভাবে নিয়েছেন মাশরাফি। এবার রাজ্জাককে জাতীয় দলের নির্বাচক করাতেও বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেন ‘ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই, মানুষটাকে যথাযথ সম্মান প্রর্দশনের জন্য। ভালোবাসা অবিরাম বন্ধু (GOAT)।’