My Sports App Download
500 MB Free on Subscription


ফিটনেস পরীক্ষায় পাশ মাশরাফি

ফিটনেস পরীক্ষায় পাশ করলেন মাশরাফি বিন মর্তুজা। এর ফলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি খেলতে আর কোন বাঁধা রইলো না মাশরাফির। ফিটনেস টেস্টে মাশরাফির পাশ করার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিসিবির ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার।

রবিবার সকালে মিরপুরের ইনডোরে ফিটনেস টেস্ট দেন মাশরাফি। বাংলাদেশের সাবেক অধিনায়কের ফিটনেস পাশ প্রসঙ্গে তুষার বলেছেন, ‘মাশরাফি আজকে সকালে ফিটনেস টেস্ট দিয়েছে। উনি পাশ করেছেন। ওনার টুর্নামেন্টে খেলতে আর কোন বাঁধা নেই।’দীর্ঘ ১০ মাস পর খেলতে নামবেন মাশরাফি। ঠিক কতটা ফিট দেখলেন তুষার, ‘যথেস্ট ভালো মানে হয়েছে। ম্যাচ ফিটনেসতো ভিন্ন কিছু। আমার মনে হয়েছে কোন সমস্যা নেই। তবে মাশরাফি কী প্রক্রিয়ার খেলবে, সেটি বোর্ড নির্ধারণ করবে।’

মাশরাফিকে নিয়ে ইতিমধ্যে তিনটি দল আগ্রহ প্রকাশ করেছে। প্রথমে বরিশাল ফরচুন আগ্রহ দেখানোর পর জেমকন খুলনা দ্বিতীয় দল হিসেবে মাশরাফিকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করে বিসিবির বরাবর চিঠি দিয়েছে। শনিবার মিনিস্টার গ্রুপ রাজশাহীও মাশরাফিকে নিতে আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছে। 

ইনজুরিতে থাকায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে নাম ছিল না মাশরাফি বিন মুর্তজার। তবে বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়কের খেলার পথ খোলা রেখেছিল বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল, চাইলে ড্রাফটের বাইরে থেকে কোনো দল তাকে দলে নিতে পারবে। একাদিক দল আগ্রহ প্রকাশ করলে তখন লটারি করা হবে। সোমবার লটারির মাধ্যমে মাশরাফির দল নির্বাচন করা হবে।রবিবার ফিটনেস পরীক্ষা দেওয়া ছাড়াও করোনার নমুনা দিয়েছেন মাশরাফি। এই পরীক্ষায় উত্তর্ণী হওয়ার পর জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন মাশরাফি।