My Sports App Download
500 MB Free on Subscription


তিন পেসার নিয়ে মাঠে নামতে চায় বাংলাদেশ

নিউজিল্যান্ডে উইকেট অনেকটাই পেস বান্ধব হয়ে থাকে। তবে গত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজে স্পিনারদের দাপটও লক্ষ্য করা গেছে। বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল জানালেন অন্তত তিনজন পেসার নিয়ে তিনি একাদশ সাজাবেন।

নিউজিল্যান্ড সফরে ৭ জন বিশেষজ্ঞ পেসার নিয়ে গেছে টিম ম্যানেজমেন্ট। তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও রুবেল হোসেনের সঙ্গে রয়েছেন পার্ট-টাইম পেসার সৌম্য সরকারও।আগামী শনিবার তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। ম্যাচটিতে অন্তত তিনজন বিশেষজ্ঞ পেসার খেলানোর কথা জানালেন তামিম, ‘আমরা অবশ্যই অন্তত তিনজন পেসার নিয়ে নামবো এতোটুকু বলতে পারি। সাথে অলরাউন্ডার থাকবে।’

নিউজিল্যান্ডের মাঠগুলো তুলনামূলক একটু ছোট হয়ে থাকে। যার সুবিধা ব্যাটসম্যান প্রায়শই নিয়ে থাকে। এক্ষেত্রে দলে বিশেষজ্ঞ বোলার থাকা জরুরি। তামিম একাদশে ৫ জন বিশেষজ্ঞ বোলার রাখতে চান, ‘ আমি অধিনায়ক হিসেবে আমি অবশ্যই চাই পাঁচজন বোলার নিয়ে নামতে। কারণ নিউজিল্যান্ডের কন্ডিশনে চারজন বোলার নিয়ে খেলতে নামাটা অনেক সময় কঠিন হতে পারে। এখানে মাঠগুলো একটু ছোট হয়, হাই স্কোরিং গেম হয়। আমার কাছে মনে হয় পাঁচজন বিশেষজ্ঞ বোলার নিয়ে নামা উচিত , আর আমরা সেটাই করতে যাচ্ছি।’

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিনিশার হিসেবে একাদশে সুযোগ পেয়েছিলেন সৌম্য। তবে নিউজিল্যান্ড সিরিজের ম্যাচে সুযোগ পেলে সৌম্য আবার টপ অর্ডার ফিরবেন বলে জানালেন তামিম, ‘আমরা যদি সৌম্যকে একাদশে সুযোগ দেই, তবে আশা করি ও উপরের দিকেই খেলবে।’