My Sports App Download
500 MB Free on Subscription


ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি শুরু সাকিব-মুশফিকদের

সময়ের হিসেবে পাক্কা দশ মাস। গত বছরের মার্চের এই দিনে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির আগে জাতীয় দলে তাবুতে অনুশীলন করেছিল গোটা দল। এরপর কেটে গেছে বছরের দশ মাস। করোনার কারনে একের পর এক আন্তর্জাতিক ম্যাচগুলো স্থগিত হয়ে যায়। বাংলাদেশ দলও আক্ষেপ নিয়ে অপেক্ষায় থাকে। অবশেষে অপেক্ষা দূর হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে রবিবার থেকে অনুশীলন শুর করেছে টেস্ট ও ওয়ানডের প্রাথমিক স্কোয়াডে থাকা বেশিরভাগ ক্রিকেটার।

প্রথম দিনের অনুশীলনে যোগ দিতে পারেননি টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও তরুণ অফ স্পিনার নাঈম হাসান। মুমিনুল যোগ দিতে পারেননি কারণ, তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলেরর চোট এখনো তিনি পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। আর নাঈম হাসানের চোটাক্রান্ত ডান হাতের কণিষ্ঠ আঙুলে। আজ তার আঙ্গুলে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়েছে। এছাড়া ওয়ানডে দলের ২৪ ক্রিকেটার ও টেস্ট দলের ১৮ জনের সবাই অনুশীলনে এসেছেন।

প্রথম দিনের প্রস্তুতিতে ডমিঙ্গো, কুকরা যোগ দিলেও কোয়ারেন্টাইন ইস্যুতে যোগ দিতে পারেননি নতুন ব্যাটিং কোচ জন লুইস ও পেস বোলিং কোচ ওটিস গিবসন। খুব তাড়াতাড়ি স্বাস্থ্য অধিদপ্তরে অনুমতি নিয়ে মাঠে নামবেন বলে আশা করছেন বিসিবি।রবিবার শীতের সকাল হলেও ঝলমলে রোদ গায়ে মেখেই অনুশীলন শুরু করতে হয়েছে বাংলাদেশ দলকে। সকাল দশটায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ঘণ্টার প্রস্তুতির শুরু হয়েছে ওয়ার্ম আপ দিয়ে। আধাঘন্টা ওয়ার্মআপ শেষে শুরু হয় ক্রিকেটারদের নেট সেশন।

হেড কোচ রাসেল ডমিঙ্গো, স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম, ট্রেনার নিক লি ও ফিজিও জুলিয়ান ক্যালোফাতের উপস্থিতিতে প্রায় দেড় ঘণ্টা ব্যাটে বলে ঘাম ঝড়িয়েছেন ক্রিকেটাররা। মুশফিক-মোস্তাফিজরা যখন ইনডোরে ব্যাটিং-বোলিং অনুশীলনে ব্যস্ত, ঠিক তখন আরেকটি গ্রুপ মূল মাঠে করেছেন ফিল্ডিং অনুশীলন করেছেন ফিল্ডিং কোচ রায়ান কুকের তত্ত্বাবধানে। মিরপুরের ইনডোরের তিনটি নেটে ব্যাটিং-বোলিংয়ের বিপক্ষে লড়েছেন ব্যাটসম্যানরা। একটি নেটে স্পিনাররা, আরেকটি পেসাররা এবং অন্য আরেকটি নেটে থ্রো-ডাউনের বিপক্ষে ব্যাটিং করেছেন মুশফিক-সাকিব-তামিম-মাহমুদউল্লাহরা।

প্রথম দিনের অনুশীলনে সবার আগ্রহের কেন্দ্র ছিলো নবীন দুই পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে ঘিরে। অনুশীলনে এই দুই পেসার ব্যাটসম্যানদের কঠিন সময় দিয়েছেন। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান কেউই তাদের বল স্বাচ্ছন্দে খেলতে পারনেনি। বিশেষ করে মুশফিককে বেশি বেগ পেতে হয়েছে। সবার আগে ব্যাটিং সেড়েছেন তামিম ইকবাল। শিশির ভেজা সকালে মোস্তাফিজ-শরিফুল-হাসান মাহমুদ ভালোই পরীক্ষা নিয়েছেন তামিমকে।

নিষেধাজ্ঞার কারনে অনেকদিন পর জাতীয় দলের বাইরে থাকা সাকিব ইনডোরের নেটে ব্যাটিং ও বোলিংয়ের পাশাপাশি বোলিং মেশিনেও বেশ খানিকটা সময় ব্যাটিং অনুশীলন করেছেন। রবিবার এই অলরাউন্ডার শুরুটা করেন বোলিং অনুশীলন দিয়ে। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে স্পিনের বিপক্ষে ব্যাটিং করেন। শেষে এসে খেলেন তাসকিন-হাসান মাহমুদ-সৌম্যকে। সবমিলিয়ে প্রথম দিনের অনুশীলনে ব্যাটসম্যানদের আটসাটো মনে হয়েছে।