একটি অনলাইনের লাইভ অনুষ্ঠানে বিস্ফোরক মন্তব্য করে গত কিছুদনি ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব। এরপর যুক্তরাষ্ট্র থেকে হুট করে দেশে ফিরে গনমাধ্যমকে এড়িয়ে চলছেন। হুট করে শনিবার সকালে আইপিএল খেলতে ‘নীরবে’ ভারতে গেলেন সাকিব।
ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের বিমানবন্দরে অভ্যর্থনা ও ভালোমন্দ দেখভালের দায়িত্বে থাকা ওয়াসিম বলেছেন, ‘ ইউএস বাংলার একটি ফ্লাইটে আজ শনিবার পৌনে ১০টায় সাকিব ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।’শনিবার এক ফেসবুক লাইভে সাকিব বোর্ডের পরিচালকসহ নানা অসঙ্গতি নিয়ে কথা বলেছেন। সাকিবের এমন বক্তব্য এই মুহূর্তে শৃঙ্খলাভঙ্গ হিসেবে না দেখলেও দ্রুতই এ ব্যাপারে ‘সিদ্ধান্ত’ নেবে বোর্ড— জানিয়েছেন সাবেক দুই অধিনায়ক আকরাম খান ও নাঈমুর রহমান দুর্জয়। এরপর গত মঙ্গলবার সাকিব যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন। পরদিন থেকেই শুরু মিরপুর শেরে বাংলায় শুরু করেন অনুশীলন। একদিন মিরপুরে অনুশীলন করে বৃহস্পতিবার নিজের একাডেমিতে চান। এর পর শুক্রবার ভারতের নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সাকিব।
আইপিএলের চতুর্দশ আসরের নিলাম থেকে সাকিবকে দলে নিয়েছে টুর্নামেন্টটির দল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের এই অলরাউন্ডারকে পুনরায় দলে ভেড়াতে ৩ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে বলিউড বাদশা শাহরুখ খানের দল। কলকাতা নাইট রাইডার্সের হয়েই নিজের আইপিএল ক্যারিয়ার শুরু করেন সাকিব। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেন তিনি। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। এরপর টানা দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল মাতান সাকিব। পরবর্তী সময়ে আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা থাকায় গত মৌসুমে সাকিবকে ছেড়ে দেয় হায়দরাবাদ।