My Sports App Download
500 MB Free on Subscription


কে হচ্ছেন টুর্নামেন্টে সেরা: মোস্তাফিজ নাকি লিটন?

জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রামের ফাইনাল দিয়ে পর্দা নামছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের। টুর্নামেন্টের ফাইনালে উঠা দুই দলের খেলোয়াড়রাই পাচ্ছেন অর্থ পুরস্কার। টুর্নামেন্ট সেরাদের জন্যও থাকছে প্রাইজমানি। সব মিলিয়ে মোট ৪৮ লাখ টাকার পুরস্কারের মধ্যে সবচেয়ে আকর্ষনীয় পুরষ্কার টুর্নামেন্ট সেরার পুরষ্কারটি। ৩ লাখ টাকার এই পুরষ্কার কার হাতে উঠবে?

টুর্নামেন্টের পারফরম্যান্স বিবেচনায় সবচেয়ে এগিয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের দুজন। ব্যাটিংয়ে লিটন দাস ও বোলিংয়ে মোস্তাফিজুর রহমান টুর্নামেন্টে বাজিমাত করেছেন। যদিও গ্রুপ পর্ব ও কোয়ালিফায়ার ম্যাচ শেষে তিনজন ব্যাটসম্যান ৩০০ রানের করেছেন। ৯ ম্যাচে সর্বোচ্চ ৩৭০ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন। ৩২৪ রান করে দ্বিতীয় অবস্থানে থাকা তামিমের দল ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। একই পরিণতি মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ৩০১ রান করে তার অবস্থান তৃতীয়। এই তিন ব্যাটসম্যানের মধ্যে সবচেয়ে এগিয়ে লিটন। ৯ ম্যাচে তিন হাফসেঞ্চুরিতে ৫২.৮৫ গড় ও ১২০ স্ট্রাইকরেটে লিটনের রান ৩৭০। ফাইনালে আরও কিছু রান করলে টুর্নামেন্ট সেরা পুরষ্কারটি লিটনের হাতে উঠার সম্ভাবনাই প্রবল।

লিটনের সঙ্গে টুর্নামেন্ট সেরা হওয়ার লড়াইয়ে আছেন একই দলের পেসার মোস্তাফিজুর রহমান। ৯ ম্যাচ খেলে সর্বোচ্চ ২১ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার। ১৭ উইকেট নিয়ে মুক্তার আলী ও ১৬ উইকেট নিয়ে কামরুল ইসলাম রাব্বী মোস্তাফিজের পরে অবস্থান করছেন। মুক্তার-কামরুলের দল ফাইনালে যেতে পারেননি। স্বাভাবিক ভাবেই তারা রেসে নেই।

ফাইনালে আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মোস্তাফিজ। এক আসরে সর্বোচ্চ ২৩ উইকেট নেওয়ার রেকর্ডটি সাকিব আল হাসানের। ২০১৮-১৯ বিপিএলে সাকিব এক আসরে ২৩ উইকেট নিয়েছিলেন। আজ তিনটি উইকেট নিতে পারলেই নতুন মাইলফলক স্পর্শ করবেন বাঁহাতি এই পেসার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মোস্তাফিজ নিজের সেরা পারফরম্যান্সটি করেছেন জেমকন খুলনার বিপক্ষে। ৩.৫ ওভার করে মাত্র ৫ রান খরচায় ৫ উইকেট নিয়েছিলেন তিনি। প্রায় পুরো টুর্নামেন্ট জুড়েই তার কাটার কিংবা স্লোয়ারের সামনে অসহায় আত্মসমপর্ণ করেছেন ব্যাটসম্যানরা।

মোস্তাফিজ কিংবা লিটন দুইজনই গাজী গ্রুপ চট্টগ্রামকে ফাইনালে নিয়ে যেতে ভূমিকা রেখেছেন। একজন ব্যাট হাতে, অন্যজন বল হাতে। এই দুইজনের মধ্য থেকেই বেছে নিতে হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের টুর্নামেন্ট সেরাকে। এখন কেবল অপেক্ষার পালা। শুক্রবার ফাইনাল শেষেই বোঝা যাবে, কে পাচ্ছেন টুর্নামেন্ট সেরা হয়ে তিন লাখ টাকার এই অর্থ পুরষ্কার।