My Sports App Download
500 MB Free on Subscription


পরিস্থিতি ভালো হলেই কেবল দর্শক

পুরো গ্যালারি রঙ্গিন, তবুও যেন রঙ্গহীন একের পর এক ম্যাচ হচ্ছে। বড় বড় ব্যানারে গ্যালারীগুলো রাঙ্গালেও উৎসবে রঙ্গিন হয়নি গ্যালারি। মিরপুরের গ্যালারীগুলো উৎসবে রঙ্গিন হতে ক্রিকেট ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। করোনা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত বিসিবি কোন ভাবেই গ্যালারী উন্মুক্ত করবে না। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান তেমনটাই জানালেন।

গত সপ্তাহে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক ফুটবল। নেপালের বিপক্ষে দুটি ম্যাচকে কেন্দ্র করে ফুটপ্রেমীদের ঢল নেমেছিল। ফুটবল ফেডারেশন বিশেষ অনুমতি নিয়ে দর্শকদের জন্য গ্যালারি উন্মুক্ত করেছিল। ফুটবলে দর্শক ফিরলেও ক্রিকেটে এখনোই দর্শক ফিরছে না। তিন দলকে নিয়ে প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও দর্শক ছাড়াই খেলা গড়িয়েছে মাঠে। আপাতত এভাবেই দর্শকবিহীন ম্যাচ মাঠে গড়াবে।

আকরাম খান বলেছেন, ‘দর্শক থাকুক, এটা তো আমরাও চাই। আমাদের জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জিং ব্যাপার। যেহেতু আমরা এর আগে একটা টুর্নামেন্ট করেছি। এখন তার চেয়ে বেটার একটা টুর্নামেন্ট শুরু করেছি। আপনারা জানেন আমাদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাও অনেক গুরুত্বপূর্ণ। সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি কিন্তু এটা আমাদের জন্য অনেক খারাপ একটা ব্যাপার যে দর্শক আসতে পারছে না। ওনাদের কথা আমরা মাথায় রেখেছি। পরিস্থিতি ভালো হলেও আমরা দর্শকদের জন্য গ্যালারি উন্মুক করে দিবো।’গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে শেষবার মিরপুরে উল্লাস করেছিল দর্শকরা। এরপর দীর্ঘ ৯ মাসে গ্যালারী খা খা করছে দর্শক খড়ায়।

  •