প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সফরের মধ্য দিয়ে ক্রিকেটারদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ক্রিকেটারদের অপেক্ষো ঘুচলেও মাঠের প্রাণ, দর্শকদের অপেক্ষাটা আরও দীর্ঘস্থায়ী হচ্ছে। কেননা করোনার ভাইরাসের সংক্রামণ এড়াতে ফেরার সিরিজটিতে কোন দর্শকই মাঠে বসে খেলা দেখতে পারবেন না।
করোনার কালেন কঠিন সময়ে পার করে কিছু দেশ দর্শক উন্মুক্ত করে দিয়েছিল। যদিও ফের করোনার সংক্রামণ বেড়ে যাওয়াতে আবারো অনেক দেশ সেটি বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি সতর্ক হয়ে আন্তর্জাতিক সিরিজে ফিরতে উন্মুখ হয়ে আছে।
শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘এখনো পর্যন্ত আমরা দর্শকবিহীন ম্যাচ আয়োজনের পরিকল্পনায় আছি। তারপরও দর্শক নিয়ে আলাপ আলোচনা চলছে, এখনো সময় আছে। তবে যতদূর সম্ভব মনে হচ্ছে, আমরা এই সিরিজটি দর্শক ছাড়াই করবো।’
রবিবার তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসছেন ক্যারিবিয়ানরা। ২০ জানুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে দীর্ঘ বিরতি ভাঙ্গবে বাংলাদেশ দল। কোয়ারেন্টাইন শেষে বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। এরপর ২০ জানুয়ারি ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দেশের ক্রিকেটীয় লড়াই।
শেষ দুটি ওয়ানডে ২২ ও ২৫ জানুয়ারি। প্রথম দুই ম্যাচ মিরপুরে হলেও শেষটি হবে চট্টগ্রামে। ওয়ানডে সিরিজের পর বন্দরনগরীতেই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ৩ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি শেষ টেস্ট খেলতে ঢাকায় ফিরবে দুই দল।