My Sports App Download
500 MB Free on Subscription


প্রথম ওয়ানডের আগে লুইসকে পাওয়া নিয়ে শঙ্কা

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব নিতে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ঢাকায় আসছেন জন লুইস। সবকিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে টাইগারদের নিয়ে কাজ শুরু করবেন এই ইংলিশ কোচ। দীর্ঘদিন ধরে বাংলাদেশের ব্যাটিং কোচ না থাকায় অনুশীলনের শুরু থেকেই তাকে পেতে মুখিয়ে থাকবেন মুশফিকুর রহিম-তামিম ইকবালরা।

যদিও সিরিজ শুরুর আগে লুইসকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কোয়ারেন্টাইন জটিলতায় প্রথম ওয়ানডের (২০ জানুয়ারি) আগে তাঁকে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। বাংলাদেশের জাতীয় দৈনিক কালের কন্ঠের প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই মিলেছে।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে বাংলাদেশে ফেরার দিন গুনছেন টাইগারদের বিদেশি কোচরা। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসন এবং ফিল্ডিং কোচ রায়ান কুকরা খুব শিগগিরই বাংলাদেশে ফিরবেন।

তারা বাংলাদেশে ফিরে করোনা নেগেটিভ হলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন। তবে ঢাকায় এসে সেটার জন্য অপেক্ষা করতে হবে লুইসকে। করোনাপ্রবণ ইংল্যান্ড থেকে ঢাকায় আসার কথা রয়েছে তাঁর। যে কারণে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন থাকতে হবে এই ইংলিশ কোচকে।

করোনা নেগেটিভ হলেও ১৪ দিনের আগে তাঁকে দলের সঙ্গে যোগ দেয়ার অনুমতি দেয়নি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। লুইসের মতো একই নিয়ম প্রযোজ্য হবে বাংলাদেশের নারী দলের নতুন প্রধান কোচ মার্ক রবিনসনের ক্ষেত্রেও।

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, অনুশীলনের শুরু থেকে লুইসকে পেতে মরিয়া টাইগাররা। যে কারণে অনুমতির আশায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের শরণাপন্ন হয়েছেন বলে জানা গেছে।

লুইসকে দায়িত্ব দিলেও তার সঙ্গে দীর্ঘ মেয়াদে চুক্তি করেনি বিসিবি। আপাতত দুই-এক সিরিজ দেখে এরপর সিদ্ধান্ত নেবে বোর্ড। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বুধবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

  •