My Sports App Download
500 MB Free on Subscription


ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে সাউদি-সেইফার্ট, অপরিবর্তিত অবস্থানে সাকিব

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা স্থান অর্জন করেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম সেইফার্ট। এছাড়া ১৫২ ধাপ এগিয়েছেন পাকিস্তানের উইকেরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছে কিউইরা। সদ্য সমাপ্ত এই সিরিজ দারুণ পারফর্ম করেছেন সেইফার্ট। দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ার সেরা অপরাজিত ৮৪ রানের পাশাপাশি পুরো সিরিজে করেছেন ১৭৬ রান। সেই সঙ্গে টুর্নামেন্টে সেরার পুরস্কার জিতেছেন তিনি।

এর ফলে র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ২৪ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন তিনি। গেল আগস্টে ৩২ নম্বরে উঠে এসেছিলেন এই কিউই ক্রিকেটার। এছাড়া তাঁর সতীর্থ সাউদি ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭ নম্বরে। সিরিজে সবচেয়ে বেশি উইকেট শিকারির তালিকায় শীর্ষে ছিলেন ডানহাতি এই বোলার।

র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগিয়েছেন রিজওয়ান। ১৫২ ধাপ এগিয়ে এখন বর্তমানে ১৫৮তম জায়গায় উঠে এসেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এছাড়া ১৪ ধাপ এগিয়েছেন তিন ম্যাচে ১৪০ রান করা মোহাম্মদ হাফিজ এখন আছেন ৩৩ নম্বরে।

এদিকে ২২ ধাপ এগিয়ে ১৩ নম্বরে ফাহিম আশরাফ, ১১ ধাপ এগিয়ে শাহিন শাহ আফ্রিদি ১৬তে আর ৪২ ধাপ এগিয়ে ৬৭ নম্বরে উঠেছেন হারিস রউফ। ব্যাটসম্যান, বোলার এবং অলরাউন্ডারের তালিকায় নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছেন ডেভিড মালান, রশিদ খান এবং মোহাম্মদ নবি।

এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে না ফিরতে পারলেও অলরাউন্ডার র‌্যাকিংয়ে নিজের জায়গা ধরে রেখেছেন সাকিব আল হাসান। ২৬৮ রেটিং নিয়ে দুই রয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। আর শীর্ষে থাকা নবির রেটিং ২৯৪।

  •