My Sports App Download
500 MB Free on Subscription


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আইকনিক জার্সি সাকিব-তামিমদের

বাংলাদেশের ক্রিকেটাররা নানা সময়ে নানা ঢংয়ের ক্রিকেট জার্সি পড়ে মাঠে নেমেছেন। সাকিব-মাশরাফি-মুশফিক-তামিমদের জার্সিতে কখনও স্বাধীনতা, কখনও সুন্দরবন, কখনও বা গর্জে ওঠো বাংলাদেশ- এমন নানা রকম সব থিম জায়গা পেয়েছে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ জার্সি তৈরি হচ্ছে। ক্যারিবিয়ানদের বিপক্ষে যা পড়ে মাঠে নামবে সাকিব-তামিমরা।

কিছুদিন আগে অস্ট্রেলিয়া নিজেদের নতুন জার্সি উন্মোচন করেছে। যা ক্রিকেট বিশ্বে সাড়া ফেলেছে। ২০২১ সালে পালন হবে স্বাধীনতার ৫০ বছর। এ ছাড়া চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিব বর্ষ’। এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে সাকিব-মুশফিকরা পরতে পারেন বিশেষ আইকনিক জার্সি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেই ক্রিকেটারদের গায়ে দেখা যাবে লাল-সবুজের রংয়ের আঁচড়ে তৈরি এই আইকনিক জার্সি। জাতীয় পতাকাসহ এর মধ্যে ফুটিয়ে তোলা হবে মুক্তিযুদ্ধের গল্প। এই জার্সিটির কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আকরাম খান বলেছেন, ‘পুরো দেশবাসীর মত আমাদের ক্রিকেট বোর্ড এবং প্লেয়াররা এটাতে (স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ) সম্পৃক্ত হতে যাচ্ছি। এটা আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ যেহেতু এটা আমাদের স্বাধীনতার ৫০ বছর। সেটা উদযাপন করার জন্য আমরা জার্সির কথাটা মাথায় রেখেছি’

ক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে অনেক বেশি আবেগের জায়গা ধারণ করে আছে। ক্রিকেটারদের হারে বাঙালি যেমন কাঁদে, তেমনি জয়ে মাতোয়ারা হয় উৎসবে। এতে সবার আগে লাল-সবুজের রং ছড়ায় ক্রিকেটারদের জার্সি। আইকনিক এই জার্সিতে দেখা যাবে লাল ও সবুজ রঙ্গের আধিক্য। শুধু তাই নয়, জার্সিতে জায়গা পাবে মুক্তিযুদ্ধ ও বিশেষ স্থাপনাও। সাবেক অধিনায়ক আকরাম খান জানালেন, ‘জার্সিটা কিন্তু আমরাদের জাতীয় পতাকার মতো করেছি, সবুজ এবং লাল দিয়ে করা। এখানে অন্য কোন রং নেই। আমাদের পতাকায় লাল সূর্যটা যেভাবে আছে সেটা ওখানে তুলে ধরেছি। মুক্তিযুদ্ধের পর আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উল্লাস করেছে, ওটা তুলে ধরেছি। আমাদের যে স্মৃতিসৌধ আছে আমরা ওটাও ওখানে তুলে ধরেছি।’