My Sports App Download
500 MB Free on Subscription


বক্সিং ডে টেস্টে উড়ে যাবে ভারত: ওয়ার্ন

অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে ৩৬ রানে অল আউট হওয়ার ক্ষত এখনও শুকায়নি ভারতের। সেই টেস্টে ৮ উইকেটের ব্যবধানে হারতে হয়েছিল বিরাট কোহলির দলকে। ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে আবারও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।

এই টেস্টে ভারত উড়ে যাবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। প্রথম টেস্টে লজ্জাজনক পারফরম্যান্সের পর ভারতের ঘুরে দাঁড়ানোর কোনো আশাই দেখছেন না তিনি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সিরিজের বাকি অংশে নিয়মিত অধিনায়ক কোহলিকে পাচ্ছে না ভারত।

তার অবর্তমানে ভারতকে নেতৃত্ব দেবে আজিঙ্কা রাহানে। ভারতের ঘুরে দাঁড়ানো নিয়ে সন্দিহান থাকলেও দলটিতে থাকা লোকেশ রাহুল, শুভমন গিল কিংবা চেতেশ্বর পূজারার সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই বলেই জানালেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেট গ্রেট।

তিনি বলেছেন, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়া তাদের স্রেফ উড়িয়ে দেবে। এটা ঠিক তাদের কিছু ভালো মানের খেলোয়াড় আছে যেমন লোকেশ রাহুল, তরুণ শুভমান গিলবে আসবে। রাহানে (আজিঙ্কা) দারুণ ভালো খেলোয়াড়। আমরা জানি চেতেশ্বর পূজারা কি করতে পারে।’

অ্যাডিলেট টেস্টে প্যাট কামিন্সের এক বাউন্সারে সিরিজ থেকেই ছিটকে গেছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শামিকে হারানো ভারতের বড় ক্ষতি বলে মনে করেন ওয়ার্ন। তার ধারণা শামি থাকলে মেলবোর্নে বেশ ভালো প্রভাব ফেলতে পারতেন।

ওয়ার্নের ভাষ্য, ‘মোহাম্মদ শামিকে হারানো তাদের বড় ক্ষতি। দারুণ কোয়ালিটি বোলার সে। মেলবোর্নের কন্ডিশন যদি দেখেন। উইকেটে বল জোরে হিট করলে আর ভাল লেন্থে ফেললে সুবিধা পাওয়া যায়। শামি যা করতে পারত।’