My Sports App Download
500 MB Free on Subscription


টেস্ট শুরুর পর 'প্যাড' কিনে আনতে হয়েছিল সুন্দরের জন্য

ব্রিসবেন টেস্টে অভিষেকেই আলো ছড়িয়েছেন ভারতের স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। স্টিভেন স্মিথকে ফিরিয়ে সাদা পোষাকে নিজের উইকেটের খাতা খুলেছিলেন সুন্দর। এরপর ব্যাট হাতেও ৬২ রানের লড়াকু ইনিংস খেলে ভারতকে লড়াইয়ে রেখেছিলেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ঋষভ পান্তের সঙ্গে ওয়াশিংটন সুন্দরের ৫৩ রানের জুটিই মূলত ভারতকে ঐতিহাসিক সিরিজ জয়ে বড় অবদান রেখেছে। আর তাতেই ৩২ বছর পর ব্রিসবেনের গ্যাবায় হারের স্বাদ পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অথচ টেস্ট অভিষেক হয়ে যাওয়ার পরও ব্যাটিংয়ের জন্য সুন্দরের প্যাড ছিল না। 

মূলত সিডনি টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের ইনজুরিতেই কপাল খুলে সুন্দরের। অভিষেকের পর তাকে নিয়ে বিপাকেই পড়েছিল ভারতীয় দল। সুন্দরের উচ্চ দৈর্ঘ্যের কারণে তাঁর জন্য ব্যাটিং প্যাড পাওয়া খুব কঠিন হয়ে পড়েছিল এবং ম্যাচ শুরুর পর বাইরের দোকান থেকে প্যাড কিনে আনতে হয়েছিল বলে জানিয়েছেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ আর শ্রীধর।

তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমরা বেশ কিছু প্যাড ব্যবহার করেছি, তবে সেগুলো লম্বা দৈর্ঘ্যের সুন্দরের জন্য খুব ছোট ছিল। আমরা অস্ট্রেলিয়া দলের কাছ থেকেও প্যাড নেওয়ার চেষ্টা করেছি, তবে করোনার কারণে সেটি সম্ভব হয়নি। অবশেষে, ম্যাচটি শুরু হওয়ার পর আমাদের বাইরের দোকান থেকে প্যাড কিনে আনতে হয়েছিল।'

ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে, বল হাতে সুন্দর অস্ট্রেলিয়ার তিন ব্যাটসম্যানকে আউট করেছিলেন। এদিকে প্রথম ইনিংসে ব্যাট হাতে শার্দুল ঠাকুরের সাথে সপ্তম উইকেটে রেকর্ড ১২৩ রানের জুটি গড়েছিলেন। সেই সঙ্গে সুন্দরের ৬২ রানের ইনিংসটি ১৯১১ সালের পর অস্ট্রেলিয়ান মাটিতে সাত নম্বরে অভিষেক হওয়া ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বোচ্চ।

  •