চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। তবে করোনার কারণে ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। টুর্নামেন্টটি শুরু হতে পারে ১৭ অক্টোবর আর ফাইনাল ১৪ নভেম্বর।
আইপিএল-এর ঠিক পরেই টি২০ বিশ্বকাপ শুরু করার ভাবনাচিন্তা করছে বিসিসিআই। আইপিএল-এর বাকি অংশ যে আমিরাতের হবে, তা এর মধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে। আইপিএল ফাইনাল হওয়ার কথা ১৫ অক্টোবর। টি২০ বিশ্বকাপ সরানোর ব্যাপারে আইসিসি-কে সরাসরি ভারতীয় বোর্ড কিছু না জানালেও, পরিকল্পনা ছকে নেওয়া হয়ে গিয়েছে। অর্থাৎ আইপিএলের একদিন পরই মাঠে গড়াচ্ছে আইসিসি সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপটি।
১৭ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের বাছাই পর্বের খেলা। যেখানে দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবে আটটি দল। যেখানে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউ গিনি।
প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল অর্থাৎ দুই গ্রুপ থেকে মোট চারটি দল সুযোগ পাবে সুপার টুয়েলভে। যেখানে রয়েছে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল। যা শুরু হবে ২৪ অক্টোবর থেকে। সুপার টুয়েলভের ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে।
সেখান থেকে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল অর্থাৎ দুই গ্রুপ থেকে চারটি দল জায়গা পাবে সেমিফাইনালে। ১২ ম্যাচের বাছাই পর্বের খেলাগুলো হবে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। সুপার টুয়েলভের ম্যাচগুলো হবে আবু ধাবি, শারজাহ ও দুবাইয়ে।