My Sports App Download
500 MB Free on Subscription


প্রস্তুতি ম্যাচ নিয়ে সন্তুষ্টি মোসাদ্দেকের

গত কিছুদিন ধরেই তীব্র তাপদাহে পুরো দেশই বিপর্যস্ত। এই গরমের মধ্যেই আগামী ২৩ মে ২২ গজে লড়বে বাংলাদেশ দল। বৃহস্পতিবার নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। তীব্র এই গরমের মধ্যে ক্রিকেটাররা নিজেদের প্রস্তুতিটা ঠিকভাবেই নিতে পেরেছে বলে মনে করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যান ভালো করলেও বোলারদের কঠিন সংগ্রাম করতে হয়েছে। তবে ব্যাটিং বান্ধব এমন উইকেটে, এমন গরমের মধ্যে বোলারদের চেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখছেন মোসাদ্দেক। তার মতে আন্তর্জাতিক ম্যাচে নামার আগে এই প্রস্তুতি ম্যাচটি সবদিক দিয়েই তাদের কাজে দেবে, ‘অনুশীলন ম্যাচ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি মনে করি ব্যাটসম্যানদের জন্য বেশি ভালো হয়েছে। দুইদিন পর আমাদের আন্তর্জাতিক ম্যাচ। তার আগে আত্মবিশ্বাস নিয়ে গেছে এখান থেকে। বোলারদের জন্যও আসলে ভালো হয়েছে। ব্যাটিং বান্ধব উইকেটে কিভাবে বল করতে হয়, আর গরমের মধ্যে বল করাটাও চ্যালেঞ্জিং হয়ে যায়। এই জায়গা থেকে বোলারদের প্রস্তুতিটা ভালো হয়েছে।’

ম্যাচের পারফরম্যান্স কী এই গরমে প্রভাব পড়বে কিনা, এমন প্রশ্নের জবাবে মোসাদ্দেক বলেছেন, ‘আসলে এটা নির্ভর করছে নির্দিষ্ট দিনের উপর, গরম তো প্রতিদিন একই রকম থাকতেছেনা। গত দুইদিন গরমটা একটু বেশি ছিল। সে হিসেবে আমি বলবো অনুশীলনটা ভালো হয়েছে। গরমটা আমরা মানিয়ে নিতে পারছি, গরমটা তুলনামূলক বেশি। হুট করে নামলে পেস বোলারদের জন্য কাজটা কঠিন হতো। সেদিক দিয়ে আজকে তারা কিছুটা হলেও ধারনা নিতে পেরেছে।’তবুও আন্তর্জাতিক ম্যাচের আগে এসব কিছুকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না মোসাদ্দেক, ‘দেখেন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে এ জিনিসগুলো মাথা থেকে সরাতে হবে। এগুলো এক পাশে রেখেই খেলতে হবে। আসলে এ বিষয়গুলো দূরে রেখে আমাদের খেলার দিকে মনযোগ দিতে হবে।’

  •