My Sports App Download
500 MB Free on Subscription


জয় পেলো চন্দ্রদ্বীপ

বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্টের উদ্বোধনী ম্যাচে বরেন্দ্র নর্থজোনের বিপক্ষে হার দিয়ে শুরু করেছিলো চন্দ্রদ্বীপ সাউথজোন। নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয়ে ফিরলো তারা। রবিবার চট্টলা ইস্টজোনকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চন্দ্রদ্বীপ। 

আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৪৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৮ রান করে চট্টলা ইস্টজোন। মূলত পেসার রাশেদুর ইসলামের বোলিং তোপে পরেই চট্টলার ব্যাটিং লাইনআপ ভেঙ্গে পড়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন মোস্তাফিজুর রহমান। এছাড়া রেদওয়ান হোসেন সিয়াম ৩১ ও আহমেদ শরীফ ২৩ রানের ইনিংস খেলেছেন।চন্দ্রদ্বীপের বোলারদের মধে রাশেদুর ইসলাম ৩৬ রানে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন। এছাড়া হাসিব হাওলাদার ও নুরুল হাসান রোমেন দুটি করে উইকেট নিয়েছেন। মারুফ হোসেন ও শাহরিয়ার সাকিব একটি করে উইকেট নিয়েছেন। 

১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ওপেনার অভিক ঘোষকে (৬) হারায় চন্দ্রদ্বীপ। এরপর দ্বিতীয় উইকেটে দুই ব্যাটসম্যান সাবলিল ব্যাটিং করে দলীয় স্কোরকে ৭৫ রানে নিয়ে যান। হাবিবুর রহমান মুন্না ৫২ বলে ৩৯ রান করে আউট হলেও অপর ব্যাটসম্যান হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। চৌধুরী মোহাম্মদ রেজওয়ান ১১১ বলে ৫ চার ও ২ ছক্কায় ৭১ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া সোহাগ আলী ৬১ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন। এই দুই ব্যাটসম্যানদের লড়াকু ইনিংসে ৩৮.২ ওভারে ২উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চন্দ্রদ্বীপ। চট্টলার বোলারদের মধ্যে আহমেদ শরীফ ও মাজহারুল হক একটি করে উইকেট নিয়েছেন।

এখন পর্যন্ত বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্টে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চারদলের মধ্যে এখন পর্যন্ত জয়হীন জাহাঙ্গীরাবাদ সেন্ট্রালজোন। তারা নিজেদের প্রথম ম্যাচে চট্টলা ইস্টজোনের কাছে হেরেছে। অন্যদিকে চট্টলা ইস্টজোন দুই ম্যাচের মধ্যে একটিতে জয় পেয়েছে। চট্টলার মতো চন্দ্রদ্বীপও দুই ম্যাচের মধ্যে একটিতে জয় পেয়েছে। এদিকে বরেন্দ্র নর্থজোন উদ্বোধনী ম্যাচে চন্দ্রদ্বীপকে হারিয়ে শুভ সূচনা করে। আগামীকাল সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে চন্দ্রদ্বীপের প্রতিপক্ষ জয়হীন জাহাঙ্গীরাবাদ।

  •