My Sports App Download
500 MB Free on Subscription


বিপ টেস্টে সবাইকে ছাড়িয়ে সাকিব

গেল সোমবার ফিটনেস টেস্ট দেওয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি সাকিব আল হাসানের। অবশেষে বুধবার দিলেন তিনি তাঁর ফিটনেসের প্রমাণ। যেখানে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩.৭ পয়েন্ট অর্জন করেছেন দেশ সেরা এই অলরাউন্ডার।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিপ টেস্টে ১৩.৭ স্কোর তুলে সাকিব ছাড়িয়ে গেছেন গেল তিন দিন ধরে টেস্ট দেয়া সবাইকে। 

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে সামনে রেখে ১১৩ জন ক্রিকেটারের ফিটনেস টেস্ট নিচ্ছে বিসিবি। যেখানে উতরাতে পারলেই মিলবে টুর্নামেন্টে খেলার সুযোগ। তবে প্রেসিডেন্টস কাপে অংশ নেয়া ২৭ ক্রিকেটারের এই পরীক্ষায় অংশ নিতে হচ্ছে না।

এরই ধারাবাহিকতায় নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসানেরও দেয়া লাগছে ফিটনেস টেস্ট। সাকিবের বিপ টেস্ট দেওয়ার কথা ছিল গেল সোমবার (৯ নভেম্বর)। কিন্তু ট্রেনারের সঙ্গে পরামর্শ করে সেটি বিপ টেস্ট দেওয়ার সময় পিছিয়ে বুধবার নির্ধারণ করেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় মিরপুর ইনডোরে বিপ টেস্টে অংশ নেন দেশ সেরা এই অলরাউন্ডার। যেখানে সাকিব ছাড়িয়ে গেছেন সবাইকে।

বিপ টেস্টের প্রথমদিন সোমবার সর্বোচ্চ স্কোর গড়েছিলেন নিহাদুজ্জামান; ১৩.৪। দ্বিতীয় দিন পেসার মেহেদী হাসান তোলেন ১৩.৬। আর তৃতীয় দিনে সবাইকে বাজিমাত করে দিলেন সাকিব। ১৩.৭ তুলে জানান দিলেন তিনিই সেরা। 

লম্বা সময় ক্রিকেট থেকে দূরে থাকলেও নিজের ক্রিকেটীয় স্বত্ত্বার কোনো পরিবর্তন হয়নি তা এই বিপ টেস্টের মাধ্যমেই জানান দিলেন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার। একই সঙ্গে জানান দিলেন দুর্দান্ত ভাবেই ফিরে আসবেন তিনি সে কথাও। 

  •