My Sports App Download
500 MB Free on Subscription


ইংল্যান্ডের দুই কোচের জন্য বিসিবির চেষ্টা অব্যহত!

ক্রেগ ম্যাকমিলানের জায়গায় ইংল্যান্ডের প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটার এবং ২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের ব্যাটিং পরামর্শক জন লুইসকে মুশফিক-সাকিবদের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেনি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সফরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। দায়িত্ব পালনের লক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার ঢাকায় পৌঁছান এই ইংলিশ কোচ। বাংলাদেশে এসেও ঘরবন্দি থাকতে হচ্ছে কোচকে। তবে বিসিবি চেষ্টা করছে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সুরাহা করতে।

লুইস আজ ঢাকায় ফিরলেও খুব দ্রুতই তিনি দলের সঙ্গে যোগ দিতে পারছেন না। অন্য কোচদের করোনার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে বিশেষ ব্যবস্থায় অনুমতি নিয়ে দলের সঙ্গে যোগ দিতে পেরেছেন। কিন্তু লুইসসহ নারী ক্রিকেট দলের ব্রিটিশ কোচ মার্ক রিচার্ডসনের বেলাতে সেটি হচ্ছে না। ব্রিটিশ কোচের জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা আরোপ করে দিয়েছে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। তেমনটি হলে ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে কাজে যোগ দিতে পারবেন না লুইস।

বিসিবি অবশ্য অন্যভাবে চেস্টা করছে। বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বচাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘ব্রিটিশ নাগরিকদের ক্ষেত্রে ১৪ দিনের বিধিনিষেধ রয়েছে। আমরা সে ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলেছি। সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। বিশেষ অনুমতির জন্য আবেদন করা হয়েছে। শুধু জন লুইস নন, নারী দলের আরেকজন ব্রিটিশ স্টাফ রয়েছেন তাদের মওকুফের জন্য আবেদন করা হয়েছে। এটি ইতোপূর্বেও সরকার আমাদের দিয়েছিলেন সেটা প্রক্রিয়াধীন আছে। সেটি হলে আর পরপর দুইটি পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হলেই তারা দলের সঙ্গে যোগ দিবেন।

সদ্যই নিয়োগ পাওয়া ব্যাটিং কোচ জন লুইস ডারহাম ও সাসেক্সের হয়ে ২০৫টি প্রথম শ্রেণির ম্যাচে ১৬ সেঞ্চুরিতে ১০ হাজার ৮২১ রান করা লুইসের কোচিং প্রোফাইলটা বেশ ভালোই। ২০১৮ সালের ৭ ডিসেম্বর ডারহামের কোচের দায়িত্ব ছেড়ে দিয়ে ৬ দিন পর শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিয়েছিলেন। লঙ্কানদের সাবেক কোচ হাতুরুসিংহের ডেপুটি হিসেবেও কাজ করেছেন তিনি। গত বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কা ক্রিকেট দলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন লুইস।

  •