বিসিবি প্রেসিডেন্টস কাপ শেষ করে সাউথ আফ্রিকায় চলে গিয়েছিলেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ মাঠে গড়াতেই ফিরলেন তিনি। বুধবার সকালে ঢাকায় পৌঁছেছেন।
মঙ্গলবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সাংবাদিকদের জানিয়েছিলেন, দুই-একদিনের মধ্যেই ফিরবেন হেড কোচ। কোচিং স্টাফের বাকি সদস্যরা এখনই আসছে না। ক্রিসমাস ডে পালন করেন ফিরবেন তারা।
আকরাম বলেন, ‘সামনে যেহেতু ক্রিস্টমাস ডে (২৫ ডিসেম্বর), সেটা মাথায় রেখে আমাদের বোর্ড প্রেসিডেন্ট বললেন আগে হেড কোচ এসে দেখুক, এরপর পুরো টিম নিয়ে আমাদের কাজকর্ম শুরু করতে পারবেন।’
জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। টাইগারদের প্রস্তুত করতে আগেভাগেই চলে এসেছেন ডমিঙ্গো। বঙ্গবন্ধু কাপ শেষ হবে ১৮ ডিসেম্বর। সেপর্যন্ত অপেক্ষা না করে হেড কোচকে ডাকা হয়েছে। উইন্ডিজ সিরিজ দিয়ে ১০ মাসের বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তামিম-মুশফিকরা।