ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিন শেষ, এখনো শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংস শেষ করেনি। ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার স্কোর ১৫৫.৫ ওভারে ৬ উইকেটে ৪৬৯ রান। শনিবার তৃতীয় দিনে কোথায় গিয়ে থামবে শ্রীলঙ্কা বলা মুশকিল! দ্বিতীয় দিনে উইকেটে কিছুটা টার্ন থাকলেও ব্যাটসম্যানদের জন্য এখনো সহজ বলেই মনে করেন তাইজুল ইসলাম।
শ্রীলঙ্কার উইকেট সাধারণত তৃতীয় দিন থেকেই ভাঙ্গতে শুরু করে। সেক্ষেত্রে লঙ্কান স্পিনারদের বিপক্ষে তামিম-মুমিনুলদের লড়াইটা সহজ হবে না। যদিও বাঁহাতি স্পিনার তাইজুল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ব্যাটসম্যানদের জন্য আশার কথাই শোনালেন, ‘দুই দিন চলে গেছে, লিড নিতে গেলে হআমাদের ব্যাটসম্যানদের অনেক ভালো খেলতে হবে। উইকেটটা আসলে কেমন হবে সেটা বোঝাটা কঠিন। যেহেতু এখানে প্রত্যেক বলে টার্ন হচ্ছে না, এখনই বোঝা কঠিন যে মাঝপর্যায়ে গিয়ে কেমন উইকেট হবে। আমি আশা করি খুব একটা খারাপ উইকেট হবে না।’
তাইজুলের বেশ কিছু বল দুর্দান্ত টার্ন করেছে। এসব বলে লঙ্কান ব্যাটসম্যানরা রীতিমতো ভড়কে গেছেন। তৃতীয় দিনে তাই শঙ্কাটা অমুলক নয়। তাইজুল জানালেন, ‘এখন হয়তবা মাঝেমধ্যে টার্ন করছে, এটা তো এমন না যে প্রতি বলে বলে টার্ন করবে। হয়ত বলের জন্য টার্ন করছে, অথবা হয়ত কিছু কিছু জায়গায় উইকেট অন্য রকম থাকতেও পারে। এটা কনফার্ম না যে অবস্থাটা কী, কিন্তু উইকেট দেখতে এখনও অনেক ভালো।’