My Sports App Download
500 MB Free on Subscription


সাদা বলে বর্তমানে অন্যতম সেরা ক্রিকেটার রাহুল : নাসির

সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত ফর্মে ছিলেন লোকেশ রাহুল। ১৪ ম্যাচে ৫৫.৮৩ গড়ে ৬৭০ রান করেন তিনি। কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ককে সাদা বলে বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে মনে করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসির হুসেইন।

রাহুলের দল ফাইনালে না খেলতে পারলেও আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। পাঞ্জাব অধিনায়ককে ক্রিকেট বল কীভাবে খেলতে হয় সেটা শেখার জন্য তরুণদের আদর্শ বলে মনে করেন নাসির হুসেইন।

তিনি বলেন, ‘রাহুল আমার মনে হয় এই মুহূর্তে সাদা বলের অন্যতম সেরা ক্রিকেটার। যেকোনো তরুণ ছেলে ও মেয়ের জন্য বল কীভাবে খেলতে হবে এবং হবে না এটা শেখার জন্য আদর্শ সে।’

বর্তমানে ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টি-টোয়েন্টি, তিন ওয়ানডে ও চার টেস্টের সিরিজ খেলতে দেশটিতে আছেন রাহুল। নিজের আইপিএল সেরা একাদশে তার সঙ্গে আরেক ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে রেখেছেন নাসির হুসেইন। এই দুইজনের খেলা দেখা চোখের জন্য শান্তির বলে মনে করেন তিনি।

জনপ্রিয় এই ধারাভাষ্যকার বলেন, ‘এই দুইজন ওপেনারের খেলা দেখা চোখের জন্য শান্তির। টি-টোয়েন্টি শক্তির খেলা বল জোরে মারতে পারার খেলা। একই সঙ্গে এখানে বল ভালো স্ট্রাইক করেও খেলা সম্ভব। ধাওয়ান ও রাহুল আইপিএলে দুর্দান্ত ছিল।’