My Sports App Download
500 MB Free on Subscription


বাংলাদেশকে ১৫-২০ ওভার ব্যাটিং করাতে চেয়েছিল শ্রীলঙ্কা

টেস্টের দুই দিন শেষ হলেও এখনো ব্যাটিং করার সুযোগ পায়নি বাংলাদেশ দল। শ্রীলঙ্কান দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৪৬৯ রান। অথচ শ্রীলঙ্কার পরিকল্পনাটা এমন ছিলো না। তাদের ভাবনাতে ছিলো শেষ সেশনের বাংলাদেশের ব্যাটসম্যানদের ১৫-২০ ওভার ব্যাটিং করানো। কিন্তু মেঘ-বৃষ্টির কারনে সেটি সম্ভব হয়নি। এমনটাই জানালেন লঙ্কান ব্যাটসম্যান ওশাদা ফার্নান্দো।

শুক্রবার তৃতীয় সেশনের চা বিরতির পর মোট দুই দফা খেলা বন্ধ হয়। বৃষ্টির কারনে একবার ২০ মিনিট খেলা বন্ধ ছিলো। আরেকবার আলোর স্বল্পতার কারনে নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ হয়ে যায়। সবমিলিয়ে ২৪.১ ওভার কম খেলা হয়।  দ্বিতীয় দিনের খেলা শেষে ওশাদা ফার্নান্দো বলেছেন, ‘আমাদের পরিকল্পনা অনুযায়ি আজ (শুক্রবার) শেষ সেশনে বাংলাদেশ দলকে ১৫-২০ ওভার ব্যাট করানো ইচ্ছে ছিলো। কিন্তু আবহাওয়ার কারনে আমরা সেটি করতে পারিনি। 

শুধু যে আবহাওয়ার কারনেই শ্রীলঙ্কা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি সেটি নয়। বাংলাদেশের বোলারদের সামনে হাতখুলে খেলতে পারেনি লঙ্কান ব্যাটসম্যান। ওশাদা সেটিও জানালেন, ‘তারা (বোলাররা) সকালে ভাল বোলিং করেছিল, তাই আমরা তখনই দ্রুত স্কোর করতে পারিনি। প্রত্যেকেই লাইন এবং লেন্থ্য মেনে দারুন বোলিং করেছে। হয়তো মেঘের কারনে উইকেট থেকে বাড়তি সহায়তা পেয়েছিল।’ক্যান্ডির উইকেট নিয়ে লঙ্কান এই ব্যাটসম্যান জানালেন, ‘ পিচ গতকালের (বৃহস্পতিবার) চেয়ে আজ একটু ধীর ছিল। বল উইকেটে ধীরে আসছে। আমি মনে করি আগামীকাল কিংবা পড়শু উইকেট আরও পরিবর্তন হবে। এখনও অনেক ক্রাক নেই, হয়তো ক্রাক হয়ে গেলে বোলারদের সুবিধা থাকবে।’

  •