My Sports App Download
500 MB Free on Subscription


স্থানীয় কোচে আস্থা জাহানারাদের

করোনাভাইরাসের ধাক্কা সামলে এক মাস ধরে সিলেটে ক্যাম্প গড়ে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজকে কেন্দ্র করে নিজেদের প্রস্তুত করছেন জাহানারা-সালমারা।

ক্যাম্পে নারী দলের সঙ্গে ছিলেন না প্রধান কোচ। সহকারী কোচ হিসেবে দায়িত্ব পাওয়া ফয়সাল হোসেন ডিকেন্সের অধীনেই কাজ করেছেন সালামারা। এ ছাড়া ব্যাটিং কোচ সানোয়ার হোসেন সানু, স্পিন কোচ ওয়াহিদুল গণি ও পেস বোলারদের নিয়ে কাজ করেছেন নির্বাচকের দায়িত্ব পাওয়া পেসার মঞ্জুরুল ইসলাম।করোনা হানা দেওয়ার আগে বিদায় নেয় প্রধান কোচ আঞ্জু জৈন। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর তার ওপর আস্থা হারায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় একবছর ধরে না থাকলেও নারী দল অভাব বোধ করছে না প্রধান কোচের।

দলের অন্যতম সদস্য জাহানারার ভাষ্যমতে, ‘আমার কাছে মনে হয়না হেড কোচের কোন অভাব আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে পুরোটাই বোর্ডের ব্যাপার।’প্রধান কোচ ছাড়া কীভাবে? ব্যাখ্যা দিয়েছেন জাহানারা নিজেই, ‘আমাদের সহকারী কোচ আছে, তার সাথে আমাদের স্কিল ভিত্তিতে কোচ দেওয়া হয়েছে। যেমন সিলেটে নির্বাচক মঞ্জু ভাই কাজ করেছেন, উনি একজন পেস বোলার ছিলেন। উনি আমাদের পেস বোলারদের নিয়ে আলাদা করে কাজ করেছেন। এখানে আসার পর ব্যাটিং সানু স্যার, স্পিন কোচ ওয়াহিদ গনি স্যার আছেন। সুতরাং বলা যায় মোটামুটি পরিকল্পনা মোতাবেক ভালোই চলছে।’