প্রথম শ্রেণীর ক্রিকেটে ক্যারিয়ার সেরা সাফল্য পেয়েছেন মকিদুল ইসলাম মুগ্ধ। সোমবার রংপুরের এই পেসারের বোলিং তোপে খুলনা ২২১ রানে আটকে যায়। মুগ্ধর সাফল্যের দিনে তুষার ইমরান সেঞ্চুরি করে ১২ হাজার রানের খুব কাছে চলে গেছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। প্রথম স্তরের আরেক ম্যাচে জাকির হাসানের সেঞ্চুরিতে (১৫৯) বড় স্কোর সংগ্রহের পথে সিলেট।
প্রথম শ্রেণীর ক্রিকেটে একের পর এক রেকর্ডের ভাগিদার তুষার। গত বিসিএলে সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। জাতীয় লিগে সুযোগ পেয়ে প্রথম রাউন্ডেই খেলেছিলেন ৯৯ রানের ইনিংস। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়ে আক্ষেপে পুড়েছিলেন তুষার। সোমবার রংপুরের বিপক্ষে লিগের দ্বিতীয় রাউন্ডে পূর্ণ করলেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৩২তম সেঞ্চুরি। এই সেঞ্চুরিতেই ১২ হাজারী ক্লাবের খুব কাছে পৌঁছে গেছেন তিনি। ৩২ সেঞ্চুরিতে তুষারের বর্তমান রান ১১ হাজার ৯২০। প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান, সর্বোচ্চ সেঞ্চুরি-ফিফটি সব রেকর্ডই তুষারের দখলে। তার ধারেকাছে নেই কেউ।সোমবার খুলনার ব্যাটিং বিপর্যয়ের দিনে তুষারই আগলে রেখেছেন দলকে। দলের চার নম্বর ব্যাটসম্যান তুষারকে নামতে হয়েছিল প্রথম ওভারেই। সেখান থেকে দলের ইনিংস টেনে তুলছেন সেঞ্চুরি উপহার দিয়ে। ১৩৬ বলে ২১ চারের সাহায্যে তুষার নিজের ১১৬ রানের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ৩১ এবং নাহিদুলের ব্যাট থেকে আসে ২৯। সবমিলিয়ে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ দাঁড়ায় ২২১।
প্রথম দুই বলে রবিউল ইসলাম ও ইমরুল কায়েসকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন তরুণ পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। সবমিলিয়ে ৬৪ রান খরচায় মুকিদুল ক্যারিয়ার সেরা ৬ উইকেট তুলে নিয়েছেন। এছাড়া আরিফুল হক ও নবিন ইসলাম দুটি করে উইকেট নিয়েছেন।স্বাগতিক খুলনাকে দ্রুত অলআউট করে প্রথম দিনেই ব্যাটিংয়ের সুযোগ করে নেয় রংপুর। দিনশেষে ২৯ ওভারে তিন উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ রংপুরের। ১১৮ রান পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে তারা। দলের পক্ষে ওপেনার জাহিদ জাবেদের ব্যাট থেকে সর্বোচ্চ ৩২ রান আসে। এছাড়া তানভীর হায়দার ২৯ ও নাসির হোসেন ১৯ রানে অপরাজিত আছেন। মাসুম খান, জিয়াউর রহমান ও আব্দুল হালিমৈ প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।প্রথম স্তরের আরেক ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি সিলেটের জাকির হাসাসেন সেঞ্চুরি ও জাকির আলীর হাফসেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে তারা। দিনশেষে ৬ উইকেট হারিয়ে ২৮২ রান স্কোরবোর্ডে জমা করতে পেরেছে সিলেট। ৫০ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জাকির আলী ও জাকির হাসান মিলে ১৫৫ রানের জুটি গড়ে। জাকির আলী ৬৭ রান করে আউট হলেও জাকির পেয়েছেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। ২২৮ বলে ১৭ চার ও ২ ছক্কায় জাকির নিজের ১৫৯ রানের ইনিংসটি সাজিয়েছেন। এই দুই জনের চওড়া ব্যাটেই সিলেট ২৮২ রানের সংগ্রহ করে। ঢাকার বোলারদের মধ্যে শুভাগত হোম ৫৬ রানে তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া সুমন খান দুটি এবং সালাউদ্দিন শাকিল একটি উইকেট নিয়েছেন।