ঘরের মাঠে সিরিজ ফিরতেই আত্মবিশ্বাসী বাংলাদেশ। অথচ এই দলটিই নিউজিল্যান্ডে গিয়ে চরম ব্যর্থ হয়েছে। তবে বাইরে ব্যর্থ হলেও ৫০ ওভারের ক্রিকেট ঘরের মাঠে বরাবরই শক্ত প্রতিপক্ষ তামিম-সাকিবরা। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার মতো দলগুলোকে ঘরের মাঠে হারানোর অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। সেই ধারাবাহিকতায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
বৃহস্পতিবার দল ঘোষণার পর সিরিজে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে প্রধান নির্বাচক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘হোম সিরিজে আমরা সব সময়ই ভালো ক্রিকেট খেলি। এই সিরিজেও তাই হবে আশা করি। নিউজিল্যান্ডে ভালো করতে পারিনি। তবে হোমে খেলোয়াড়রা আত্মবিশ্বাসী আছে। আমরাও আত্মবিশ্বাসী, সিরিজ জয়ের ব্যাপারে।’
নিউজিল্যান্ডে সফরে ছিলেন না সাকিব। নিষেধাজ্ঞ কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরলেও পারফেক্ট সাকিবকে পাওয়া যায়নি। প্রধান নির্বাচক আশা করছেন, সাকিবকে পেয়ে দল আরও উজ্জিবিত হবে, ‘সাকিব বা সেরা খেলোয়াড়রা দলে আসলে দল উপকৃত হয়। সবাই যদি আত্মবিশ্বাসী থাকে, তাহলে আশা করি খুব ভালো হবে। আমরা একটি ভালো সিরিজের প্রত্যাশা করছি।
গত দেড় বছর ধরে যে কোন সিরিজের আগে ক্রিকেটারদের বিরক্তিকর কোয়ারেন্টিন করতে হচ্ছে। শুধু তাই নয়, পুরো সিরিজই একরমক বন্দি থেকেই মাঠে খেলতে হচ্ছে। সব মিলিয়ে একজন ক্রিকেটারের জন্য এসব বিষয় মানিয়ে নেওয়া কতটা কঠিন। এসন প্রশ্নের জবাবে মিনহাজুল আবেদিন বলেছেন, ‘এটা তো একটা পার্ট। এখন বায়োবাবলে থাকলে এটা করতে হবে। আমরা যখন নিউজিল্যান্ডে গিয়েছি তখন কোয়ারিন্টিনে ছিলাম। শ্রীলঙ্কাতেও ছিলাম। আশা করি খেলোয়াড়ররা মানিয়ে নিতে পারবে।’