My Sports App Download
500 MB Free on Subscription


চট্টগ্রামে ম্যাচ চলাকালে আইরিশ পেসারের করোনা শনাক্ত

আয়ারল্যান্ড উলভস ও বাংলাদেশ ইমার্জিং দলের প্রথম আনঅফিসিয়াল ওয়ানডে চলার সময় আতঙ্কিত এক খবর শোনা গেলো। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সফরকারী দলের এক ক্রিকেটার।

শুক্রবার আয়ারল্যান্ড উলভস ও বাংলাদেশ ইমার্জিং দলের ম্যাচ চলছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। অতিথি দলের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১২২ রান। এরপরই খেলা বন্ধ।

খোঁজ নিয়ে জানা গেলো, সফরকারী দলের একাদশের একজন পেসার করোনায় আক্রান্ত। খেলা চলাকালে তার করোনা টেস্টের ফল পায় সংশ্লিষ্টরা।ওই পেসারের নাম রুহান প্রিটোরিয়াস, তিনি ৪ ওভার বোলিংও করেছেন। ১৪ রান দিয়ে নিয়েছেন ইয়াসির আলী রাব্বীর উইকেট। করোনা পজিটিভের খবর জানার পর তাকে আলাদা করে রাখা হয়েছে।

  •