My Sports App Download
500 MB Free on Subscription


সতীর্থদের মনের কথা অনুভব করতে পারছেন তামিম

তিন সংস্করণ মিলিয়ে নিউজিল্যান্ডে ২৬ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে একটি ম্যাচেও জয় পায়নি লাল-সবুজ জার্সিধারীরা। নিরপেক্ষ ভেন্যু কিংবা নিজেদের মাঠে একাধিক জয় থাকলেও কিউই কন্ডিশনে শুধুই ব্যর্থতা। এবার নিউজিল্যান্ড কন্ডিশন জয় করে সেই আক্ষেপ দূর করে জয় পেতে মরিয়া বাংলাদেশ। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আশা করছেন নিউজিল্যান্ডে তার দল দারুন কিছুই করবে।

সোমবার নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় সংবাদ মাধ্যমকে তামিম বলেছেন, ‘অধিনায়ক হিসেবে এটা আমার প্রথম বিদেশ সফর। আমি খুব আশাবাদী। আমি নিশ্চিত প্রথম ওয়ানডে শুরু হবার আগে আমাদের যে অনুশীলন সেশন আছে, সেখানে আমরা দল হিসাবে তৈরি হতে পারব। সত্যি কথা বলতে দলের সবার সাথে কথা বলে, আমি যা অনুভব করেছি সবাই ভাল করতে চায় বাংলাদেশ দলের জন্য।’

নিউজিল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশনে নিজেদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের উপরই জোড় দিচ্ছেন তামিম, ‘যেটা আমি সবসময়ই বলি বাংলাদেশ দলের ওই সক্ষমতা সবসময়ই আছে। যদি আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি এবং সবাই মিলে একসাথে ভালো পারফর্ম করতে পারি। তাহলে যেকোন দলকে হারাতে পারি। এটা আমি বিশ্বাস করি, আমি নিশ্চিত দলের সবাই এটা বিশ্বাস করে। এবার নিউজিল্যান্ডের আমরা ভালো করার ব্যাপারে সবাই খুব আশাবাদি।’

সবকিছু ঠিক থাকলে আগামী ৪ মার্চ ব্যাট-বলের অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ দল। দীর্ঘ এই বিরতি মানিয়ে নেওয়া কতটা কঠিন হবে কীনা, এমন প্রশ্নে ওয়ানডে অধিনায়ক তামিম বলেছেন, ‘'হ্যা, হয়ত প্রথম একটা-দুইটা সেশন একটু কঠিন হবে। যেহেতু খুব মিনিমাম মুভমেন্ট ছিল আমাদের। তো একটা দুইটা সেশনের পর আমার মনে হয় ঠিক হয়ে যাবে। পরশুদিন থেকে হয়তো আমরা জিম সেশন শুরু করতে পারবো। জিম শুরু করলে বডিটা হয়তো ইউজড টু হওয়া শুরু হবে। ইন শা আল্লাহ সমস্যা হবে না।'