My Sports App Download
500 MB Free on Subscription


নিগারের সেঞ্চুরিতে সহজেই জিতলো বাংলাদেশ

প্রোটিয়াদের দেওয়া ১৯৭ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেটর সহজ জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জি নারী ক্রিকেট দল। জয়ের নায়ক অধিনায়ক নিগার সুলতানা। তার অপরাজিত সেঞ্চুরিতে (১০১) ৫ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা।

জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গড়া ইমার্জিং দল তাদের প্রত্যাশামতোই পারফরম্যান্স করছে। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৯৭ রানের লক্ষ্যে খেলতে গিয়ে শুরুতে অবশ্য বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশের ব্যাটাররা। ৩৮ রানে দুই উইকেট হারিয়ে কোনঠাসা হওয়া দলকে উদ্ধার করেন অধিনায়ক নিগার সুলতানা ও ফারজান হক পিংকি জুটি। দুইজন মিলে তৃতীয় উইকেটে তোলেন ৪৪ রান। আর তাতেই দল প্রাথমিক বিপর্যয় সামালে উঠে।৩৭ বলে ১৫ রান করে পিংকি আউট হলেও অন্যপ্রান্ত আগলে রাখেন নিগার। তৃতীয় উইকেটে রুমানাকে সঙ্গে নিয়ে নিগারের অবিচ্ছন্ন ১১৫ রানের জুটিতে জয়ের বন্দের পৌঁছে বাংলাদেশ। নিগার ১৩৫ বলে ১১ চারের সাহায্যে নিজের ১০১ রানের ইনিংসটি সাজান। এছাড়া রুমানা ৬৯ বলে ৪ চারে ৪৫ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান তুলেছে প্রোটিয়া মেয়েরা। সফরকারীদের স্কোরটা আরও বড় হতে পারতো। কিন্তু ঠিক সময়ে সালমা খাতুন জ্বলে উঠায় সেটি আর পারেনি তারা। এন্ড্রি স্টেইন ছুটছিলেন সেঞ্চুরির দিকে, নিজের দশম ওভারে বোলিংয়ে এসে ৮০ রান করা এন্ড্রিকে এলবিডব্লিউ করে অতিথিদের ব্যাটিংয়ে ছন্দপতন ঘটান সালমা।আগের ম্যাচের মতো প্রোটিয়া মেয়েরা এদিনও শুরুটা পেয়েছিল দারুণ। স্টেইন ও রবি শার্লি ওপেনিং জুটিতে যোগ করেন ৫৭ রান। স্টেইন ও আনেক বোষ চতুর্থ উইকেটে ৭৮ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত এনে দেন। স্টেইন আউট হওয়ার পর দ্রুত ৬৮ রানে ৩ উইকেট হারিয়ে খেই হারায় তারা। প্রোটিয়া ওপেনার স্টেইন ১১৮ বলে সাতটি চারে খেলেন ৮০ রানের ইনিংস। আনেকে বোষ করেন ৪২ রান। ৫৮ বলের ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা। সবমিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রানে থামে সফরকারীরা।রিতু মনি ও নাহিদা আক্তার নিয়েছেন তিনটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন সালমা।

  •