My Sports App Download
500 MB Free on Subscription


নিজের ‘পাইলট’ নামের রহস্য জানালেন খালেদ মাসুদ

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার শ্রীলঙ্কা লিজেন্ডসের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ লিজেন্ডস। ভারতের রায়পুরে অনুষ্ঠিত সেই ম্যাচ চলাকালে নিজের ‘পাইলট’ নামের রহস্য জানালেন বাংলাদেশের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান খালেদ মাসুদ।

বাংলাদেশের ইনিংসের সময় যখন মেহরাব হোসেন অপি ও নাজিমউদ্দিন ব্যাট করছিলেন তখন ধারাভাষ্যকাররা যুক্ত হন খালেদ মাসুদের সাথে। তারা ‘পাইলট’ নামের রহস্য জানতে চান। তখন খালেদ মাসুদ বলেন, “আমার ডাক নাম পাইলট। ছোটবেলায় আমার মামা আমাকে এই নামটি দিয়েছিলেন। মামা চেয়েছিলেন আমি যেন বড় হয়ে পাইলট হই। এজন্যই এই নাম। কিন্তু আমি পাইলট হইনি, হয়েছি ক্রিকেটার।”

ইংল্যান্ডের লিজেন্ডসের বিপক্ষে ম্যাচে আম্পায়ার আউট দেয়ার পর কেভিন পিটারসেন খালেদ মাসুদকে ফিরিয়ে এনেছিলেন। সেটি নিয়েও কথা হয় ভাষ্যকারদের সাথে। সে সময় পিটারসেনের প্রশংসা করেন মাসুদ।উল্লেখ্য যে, গতকাল লঙ্কান লিজেন্ডসের কাছে ৪২ রানে হারে বাংলাদেশ লিজেন্ডস। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১০ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হারে রফিক-সুজনরা।