My Sports App Download
500 MB Free on Subscription


মাশরাফিকে নিয়ে অনিশ্চয়তা কাটছে না

করোনা মহামারিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে দেশের মাটিতে ক্রিকেট ফিরে। প্রস্তুতির অভাবের কথা জানিয়ে ওই টুর্নামেন্টে খেলেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এবার আরও বড় পরিসরে পাঁচ দলের কর্পোরেট লিগ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টেও মাশরাফি খেলবেন কিনা সেই অনিশ্চয়তা কাটছে না। প্রথমে ফিটনেস টেস্টের জন্য করা ১০৮ ক্রিকেটারের তালিকাতে রাখা হয়নি মাশরাফিকে।

তখন জানানো হয় ফিটনেস পরীক্ষা দেয়ার মতো অবস্থায় নেই তিনি। মঙ্গলবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ডিসেম্বরের শুরুর দিক পর্যন্ত অনিশ্চিত মাশরাফি।

তিনি বলেন, 'মাশরাফির ব্যাপারে একটা চিন্তা আছে। ওর হ্যামস্ট্রিং ইনজুরি আছে। আশা করছি ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ওকে পাওয়া যাবে। তখন যেকোন দল চাইলে ওকে দেওয়া যাবে এবং আমি আশা করছি খুব তাড়াতাড়ি ও খেলার মধ্যে ফিরে আসবে।'

আসরের মাঝপথে ফিট হলে কীভাবে দলগুলো মাশরাফিকে বেছে নিবে এই ব্যাপারে নান্নু বলেন, 'একের বেশি কোন দল যদি ওকে চায় সেক্ষেত্রে লটারি করে দেওয়া হবে এবং যদি একটা দলই চায় তাহলে সরাসরি সেই দলে খেলতে পারবে।'