My Sports App Download
500 MB Free on Subscription


রাফিনহার হ্যাটট্রিকে অবশেষে বায়ার্নকে হারালো বার্সেলোনা

প্রায় এক দশক ধরে বায়ার্ন মিউনিখ কেবল হতাশায় ডুবিয়েছে বার্সেলোনাকে। অবশেষে জার্মান শক্তির বিপক্ষে জয়খরা কাটালো কাতালান জায়ান্টরা। দীর্ঘ অপেক্ষার পর বুধবার বায়ার্নকে হারালো তারা। ঘরের মাঠে অধিনায়ক রাফিনহার হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগে ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা।

বায়ার্নের কাছে টানা ছয় হার দেখেছে বার্সেলোনা, এই সময়ে গোল খেয়েছে ২২টি, করেছে মাত্র চারটি। এর মধ্যে চার বছর আগে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলে হারের লজ্জাও পেতে হয়েছিল। বার্সা এবার প্রতিশোধ নিলো দারুণ আক্রমণাত্মক পারফরম্যান্স দেখিয়ে।

রাফিনহা রাতটা নিজের করে নেন শুরুতেই। ঘড়ির কাঁটা এক মিনিটের কয়েক সেকেন্ড পার হতেই বার্সাকে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান। মিডফিল্ডার ফারমিন লোপেজের চমৎকার পাস ধরে অফসাইড ফাঁদ এড়ান তিনি, তারপর এগিয়ে আসা ম্যানুয়েল ন্যয়ারকে ঘুরিয়ে খালি জালে বল জড়ান।

বায়ার্ন এই ধাক্কা সামলে নেয়। কাউন্টার অ্যাটাকে বার্সা খেলতে থাকে। রাফিনহা ও লামিনে ইয়ামাল গতি বাড়ান। তবুও জার্মানরা ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে।

বল নিয়ে বার্সা বিপজ্জনক হয়ে উঠলেও ডিফেন্সে বায়ার্নকে বেশ জায়গা দিতে থাকে। তাতে করে বেশ কয়েকটি সুযোগ পায় জার্মান ক্লাব। দশম মিনিটে হ্যারি কেইনের হেডে জাল কাঁপায় তারা, কিন্তু ভিএআর রিপ্লেতে ইংল্যান্ড স্ট্রাইকারের সূক্ষ্ম অফসাইড ধরা পড়ে।

আট মিনিট পর সার্জ গিন্যাব্রির ক্রসে কেইনের ভলিতে সমতায় ফেরে বায়ার্ন। মাইকেল ওলিস ও জোশুয়া কিমিখ কাছ থেকে ভালো সুযোগ পেয়েও নষ্ট করেন।

তবে বার্সা এগিয়ে যায় ৩৬তম মিনিটে। কিম মিন জায়ে উঁচুতে আসা বল থামাতে পারেননি। ফারমিন লোপেজ চতুরতার সঙ্গে ন্যয়ার ও ডায়োট উপামেকানোর মাঝখান দিয়ে শূন্যে বল ভাসান, রবার্ট লেভানডোভস্কি তার সাবেক ক্লাবের খালি জালে বল ঠেলে দেন।

বায়ার্ন খেলোয়াড়রা রেফারির কাছে অভিযোগ করেন, গোল বিল্ডআপের সময় লোপেজ কিমকে ধাক্কা দেন। তবে ভিএআর তাদের দাবি উড়িয়ে দেয়।

বার্সা আক্রমণে আরও ধার বাড়ায়। রাফিনহা হাফটাইমের আগে মার্কে কাসাদোর পাসে বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে ৩-১ করেন।

আরেকটি কাউন্টার অ্যাটাক থেকে ৫৬তম মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে রাফিনহা বার্সার জয় সুনিশ্চিত করেন।

ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রের পর তারই স্বদেশী রাফিনহাও হ্যাটট্রিক করলেন। তার মতে ক্লাসিকো হতে যাচ্ছে রোমাঞ্চে ঠাসা, ‘গতকাল (মাদ্রিদে) কী হয়েছে দেখুন এবং আজ কী হলো। বোঝাই যাচ্ছে শনিবার কোন ধরনের খেলা হতে যাচ্ছে। বিশ্বের অন্যতম সেরা ম্যাচ হচ্ছে ক্লাসিকো।’

তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে বার্সা চ্যাম্পিয়নস লিগের টেবিলের নবম স্থানে। টানা দ্বিতীয় হারে তিন পয়েন্ট নিয়ে বায়ার্ন ২৩তম।