My Sports App Download
500 MB Free on Subscription


তামিমের টানা দুই হাফসেঞ্চুরি

দারুন ছন্দে আছেন জুনিয়র তামিম। বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালের সঙ্গে ওপেন করার স্বপ্ন নিয়ে ক্রিকেট খেলে চলছেন জুনিয়র তামিম। সেই স্বপ্ন তিন দলের ওয়ানডে টুর্নামেন্টে পূরণ হয়েছিল। কিন্তু পারফরম্যান্স করতে পারেননি। তবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগে এইচপির প্রস্তুতি ক্যাম্পে নিজেকে ভালো করেই ঝালাই করে নিচ্ছেন জুনিয়র তামিম। আগের ম্যাচে ৭৩ রানের ইনিংসের পর মঙ্গলবার খেললেন ৭৩ রানের দূর্দান্ত এক ইনিংস।

মঙ্গলবার মিরপুরে টি-টোয়েন্টি ফরম্যাটের প্রস্তুতি ম্যাচে আফিফ হোসেনের দলকে ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তৌহিদ হৃদয়ের দল। প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯৪ রানে বিশাল সংগ্রহ গড়ে টিম 'বি'। ওপেনিংয়ে নামা তানজিদ খেলেন ৪৬ বলে ৭৩ রানের ইনিংস। ৬ চার ও ৫ ছক্কায় তামিম নিজের ইনিংসটি সাজিয়েছেন। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান আসে যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর ব্যাট থেকে। ৫ নম্বরে নেমে আকবর খেলেন ২০ বলে ৪৭ রানের ইনিংস।

টিম 'এ'র হয়ে ৪ ওভারে ২৩ রান খরচায় তিন উইকেট নিয়ে দলের সেরা বোলার আফিফ হোসেন। ছাড়া শফিকুল ইসলাম নিয়েছেন ৪৬ রানে ২ উইকেট।১৯৫ রানের জবাবে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টিম ‘এ’। শাহীন-রেজাউর-রিশাদ-মুকিদুলদের সামনে ১৭ ওভারে ৯৪ রানেই গুটিয়ে গেছে আফিফের দল। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেছেন নাঈম শেখ। ওপেনার হিসেবে পরিচিত নাঈম ৬ নম্বরে নেমে ২২ বলে ১টি করে চার ছয়ে নিজের ইনিংসটি সাজিয়েছেন। ১১ ব্যাটসম্যানের মধ্য নাঈম ছাড়া শাহাদাত হোসেন ও সুমন খান কেবল দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন। আজ ওপেনিংয়ে ব্যাটিং করা শাহাদাত ১৫ বলে ১৮ রান করে আউট হয়েছেন। এছাড়া সুমন ১৭ বলে ১৩ রান করেছেন।টিম 'বি'র পক্ষে রেজাউর ২১ রানে নিয়েছেন তিন উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন শাহীন আলম, রিশাদ হোসেন ও মুকিদুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর: 

টিম ‘বি’ : ২০ ওভারে ১৯৪/৬ (তানজিদ ৭৩, আকবর ৪৭, পারভেজ ৩১; আফিফ ৩/২৩, শফিকুল ইসলাম ২/৪৫, তানভীর ইসলাম ১/৩১)

টিম ‘বি’: ১৭ ওভারে ৯৪/১০ (নাঈম ২৮, শাহাদাত ১৮, সুমন খান ১৩; রেজাউর ৩/২১, শাহীন আলম ২/২০, রিশাদ হোসেন ২/১০, মাকিদুল ২/১২) 

ফল: টিম ‘বি’ ১০০ রানে জয়ী।

  •