সাকিব বিহীন কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ বাংলাদেশে জমে উঠছে না! কিভাবেই বা জমবে? টানা তিন ম্যাচ বাংলাদেশের সেরা এই ক্রিকেটারকে খেলানোর পর চেন্নাইয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচে একাদশ ছিলেন না সাকিব। তবে কলকাতার জার্সিতে আজ সাকিব মাঠে নামতে পারলে, ম্যাচটি অন্যমাত্রা পাবে নিশ্চিত ভাবেই। কারণ এ ম্যাচে কলকাতার প্রতিপক্ষ মোস্তাফিজদের রাজস্থান রয়্যালস। মুম্বাইয়ের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুই বাংলাদেশির লড়াই উপভোগ, দর্শকরা উপভোগ করতে পারবে কিনা, সেটাই এখন দেখার।
আইপিএলের ১৮তম ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা ও রাজস্থান। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি শুরু হওয়া ম্যাচটি। যা স্টার স্পোর্টস ও গাজী টেলিভিশনে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। এবারের আসরে কলকাতা ও রাজস্থানের অবস্থা খুব একটা সুবিধাজনক নয়। দুই দলই চারটি করে ম্যাচ খেলে জিতেছে মাত্র একটি করে। ফলে পয়েন্ট তালিকার ৭ নম্বরে অবস্থান কলকাতার, অন্যদিকে ৮ নম্বর হয়ে রাজস্থানের অবস্থান সবার নিচে। টানা তিন পরাজরের পর কলকাতার জন্য এটাই সেরা সুযোগ। চোট সমস্যায় জর্জরিত সঞ্জু স্যামসনরা। বেন স্টোকসের পর আইপিএল থেকে এবার ছিটকে গেলেন জোফরা আর্চারও। বাংলাদেশের কাটার মাস্টার প্রতিটি ম্যাচে সুযোগ পেলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তবুও কলকাতার বিপক্ষে এ ম্যাচে দেখা মেলার সম্ভাবনা তার প্রবল।
এদিকে কলকাতা নাইট রাইডার্স দলে চোট নিয়ে কোন সমস্যা না থাকলেও ক্রিকেটারদের মানসিকতা, ভুলে ভরা নেতৃত্বকে কাঠগোড়ায় দাঁড় করাতেই হবে। বিশেষ করে অধিনায়ক মরগ্যান দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। পাশাপাশি ব্যাট হাতেও কিছুই করতে পারেননি তিনি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অধিনায়ক মরগ্যানের ফর্মে ফেরাটা অত্যন্ত জরুরি। ব্যাটিং-বোলিংয়ে টানা ব্যর্থতায় আগের ম্যাচেই জায়গা হারিয়েছেন সাকিব। রাজস্থানের বিপক্ষে আজকের ম্যাচেও তার খেলার সম্ভাবনা ক্ষীণ। সেক্ষেত্রে চার বিদেশি কোটায় দেখা যাওয়ার সম্বাবনা মরগ্যান-আন্দ্রে রাসেল-নারাইন-কামিন্সকে।