My Sports App Download
500 MB Free on Subscription


একটা জয়ের খোঁজে ওয়েলিংটনে তামিমরা

তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি ওয়েলিংটনে। শেস ম্যাচটি নিছকই আনুষ্ঠানিকতার। তবুও বাংলাদেশের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডে মাটিতে এখন অব্দি কোন ম্যাচ জেতেনি বাংলাদেশ। ওয়েলিংটনে ম্যাচটি জিততে পারলে বাংলাদেশের প্রাপ্তির খাতাটা সমৃদ্ধই হবে।  

আগের দিন সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়ে গেছেন মোহাম্মদ মিঠুন। মোহাম্মদ মিঠুন তেমনটাই জানিয়ে গেছেন। ক্রাইস্টচার্চের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে আলো ছড়িয়েও ফিল্ডিংয়ের ব্যর্থতার খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। যদিও ডানেডিন থেকে পারফরম্যান্সের উন্নিতির গ্রাফ অবশ্যই আত্মবিশ্বাস বাড়িয়েছে তাদের। এখন সিরিজ হাতছাড়া হলেও অন্তত একটি জয় চাই বাংলাদেশের, ‘দল হিসেবে আমরা অবশ্যই অন্তত একটি ম্যাচ জিততে চাই। আমরা মনে করি, যদি আমরা অন্তত একটি ম্যাচ জিতি, সেটি হবে আমাদের জন্য বড় সাফল্য। এখনও আমাদের একটি ম্যাচ বাকি, সেটায় আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ওয়েলিংটনে পৌঁছায় বাংলাদেশ দল। ক্রাইস্টাচার্চ থেকে সময় লেগেছে এক ঘণ্টার মতো।ডানেডিনে প্রথম ওয়ানডেতে অসহায়ত আত্মসমপর্ণ করার পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কিউই বোলিং আক্রমণ বিপক্ষে ২৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল বাংলাদেশ। কিন্তু ফিল্ডারদের ব্যর্থতায় সহজ ম্যাচটি হাতছাড়া করে সফরকারীরা। আগামী শুক্রবার শেষ ওয়ানডেতে অন্তত একটি জয় তুলে নিতে চায় লাল-সবুজ জার্সীধারীরা।