My Sports App Download
500 MB Free on Subscription


রাজশাহীর অধিনায়ক নাজমুল

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য পুরোপুরি তৈরি হয়ে যাচ্ছে দলগুলো। সবার আগে ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয় তামিম ইকবালের। এরপর জেমকন খুলনা তাদের পুরনো অধিনায়ক মাহমুদউল্লাহর উপরই আস্থা রাখে। তৃতীয় দল হিসেবে অধিনায়ক নির্বাচন করেছে চট্টগ্রাম, দলটির আইকন মোস্তাফিজুর রহমান থাকলেও তারা অধিনায়ক হিসেবে বেঁছে নিয়েছে মোহাম্মদ মিঠুনকে। বৃহস্পতিবকার গুলশানে অনাড়ম্বর অনুষ্ঠানে রাজশাহীর অধিনায়ক হিসেবে নাজমুল 

বিসিবি প্রেসিডেন্টস কাপে নাজমুল একাদশের অধিনায়ক ছিলেন তিনি। রাজশাহী প্লেয়ার্স ড্রাফটে প্রথম ডাকে সাইফ উদ্দিনকে নিলেও অধিনায়ক হিসেবে নাজমুলকেই বেছে নিয়েছে রাজশাহীর টিম ম্যানেজমেন্ট। কেন নাজমুলকে বেঁছে নেওয়া সে ব্যাপারে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ বলেছেন, ‘আমরা তরুণ ও সামর্থ্যবান দল করার চেষ্টা করেছি। অধিনায়ক হিসেবে আমাদের পছন্দ নাজমুল হোসেন শান্ত। এর আগে প্রেসিডেন্টস কাপে শান্ত ভালো করেছে। আমরা তার ওপর আস্থা রাখছি। আশা করছি সে তার দল নিয়ে ভালো কিছু করতে পারবে।’

প্রেসিডেন্টস কাপে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা এখানে কাজে দেবে বলে মনে করেন নাজমুল, ‘অবশ্যই খুব ভালো একটা সুযোগ, আমি সবসময় উপভোগ করি ব্যাপারটা। টিম ম্যানেজম্যান্ট আমাকে এই সুযোগটা করে দিয়েছে অবশ্যই আমি কৃতজ্ঞ। আর অভিজ্ঞ ক্রিকেটার থাকায় আমার জন্য সুবিধা হবে। অনেক সময় অনেক পরিস্থিতি আসে অভিজ্ঞরা তখন একটা আইডিয়া দিলে কাজটা সহজ হয়ে যায়। যেটা আমার দলে আছে। প্রেসিডেন্টস কাপে দায়িত্ব পালন করায় একটা অভিজ্ঞতা হয়েছে। আশা করি ভালো কিছু করতে পারব।’

নাজমুল হাসান তার দল নিয়েও পুরোপুরি সন্তুষ্ট, ‘দল হিসেবে আমার কাছে মনে হয় খুব ভালো একটা কম্বিনেশ হয়েছে। সিনিয়র ও কিছু তরুণ তুর্নামেন্ট আশা করছি যে খুব ভালো একটা টুর্নামেন্টই হবে আমাদের জন্য।প্লেয়ার আছে। সমন্বয়টা খুব ভালো। অভিজ্ঞ প্লেয়ারও অনেক আছে।’চার-ছক্কার ধুম ধারাক্কা ক্রিকেটে অনেক সময় উইকেট বাঁধা হয়ে দাঁড়ায়। নাজমুল অবশ্য ভালো উইকেট পাওয়ার প্রত্যাশা করছেন, ‘অবশ্যই টি-টোয়েন্টি যেহেতু আশা করব খুব ভালো উইকেটে খেলা হবে। তারপরও উইকেট যেমনই থাক আমরা মাঠে গিয়ে ওই অনুসারেই খেলার চেষ্টা করবো। উইকেট নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করার অপশন নাই। আশা করছি যে খুব ভালো উইকেটই পাব।’