সবচেয়ে কম ম্যাচ জিতে প্লে-অফে সুযোগ পেয়েছিল ফরচুন বরিশাল। কিন্তু সুযোগটা কাজে লাগতে পারেনি তামিমের বরিশাল। ঢাকার বিপক্ষে এলিমেনেটর ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বরিশাল। টুর্নামেন্টের শুরু থেকেই দল নিয়ে অসুন্তুষ্টি ছিল তামিমের। তবুও তামিমের আশা ছিলো ভালো কিছু করার। কিন্তু সেই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সংযোগ না হওয়াতে যারপরনাই হতাশ বরিশালের অধিনায়ক।
সোমবার ঢাকার বিপক্ষে ৯ রানের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নেন বরিশাল। ম্যাচ হেরে পুরষ্কার বিতরণী মঞ্চে এমন অপ্রত্যাশিত পারফরম্যান্সের কথা জানালেন তামিম, ‘পুরো টুর্নামেন্টে আমাদের যে মানের খেলার প্রত্যাশা ছিলো সেই অনুযায়ী খেলতে পারিনি। আজ (সোমবার) ও গতদিন (শনিবার) আমরা ভালো খেলেছি। বিশেষ করে আজকে আমরা দুর্দান্ত বোলিং করেছি। তাঁদের ১৫০ এর নিচে বেঁধে ফেলেছি।’
১৫১ রানের জবাবে ঠিক যেমন শুরুর প্রয়োজন ছিল, ঠিক সেভাবে শুরু করতে না পেরেই মূলত হতাশ তামিম, ‘আমরা ভালো একটি শুরু পাইনি। আমি শুরুতে ধীর গতিতে শুরু করেছিলাম। কারণ আমাদের দ্রুত ২ উইকেটের পতন হয়েছিলো। আমি আরও একটি উইকেট দিতে চাইনি। তবে আমি অন্তত আরও ১/২ টি বাউন্ডারি পেলে ম্যাচটাতে অন্যরকম ফল আসতে পারতো। শেষে হয়তো এতোটা চাপ হতো না।’