My Sports App Download
500 MB Free on Subscription


সোনাগাঁওয়ে ‘পাঁচ পাগলের মেলা’

সোনারগাঁও হোটেলের সুইমিংপুল এমনিতেই আলোকিত থাকে। শুক্রবার রাতে ক্রিকেটারদের নাচ-গানের উৎসবে আরও আলোকিত হয়ে উঠলো। মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহদের ঘিরে বাকি ক্রিকেটাররা যেন উৎসবের আনন্দে মাতলেন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ দলের ক্রিকেটার, কোচিং স্টাফদের হোটেল সোনারগাঁওয়ে জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছে। সেখানেই শুক্রবার রাতে হোটেল সোনারগাঁওয়ের সুইমিং পুলের পাশে একত্রিত হয়ে হই-হুল্লোড় করেছেন পাঁচ দলের ক্রিকেটাররা।

ঘন্টা দুইয়ের এমন অনুষ্ঠানে অনেকে ক্রিকেটার, কোচ, স্টাফ স্টাফ গান গেয়েছেন। তবে সব আকর্ষণ ছিল ‘পঞ্চপাণ্ডবকে’ ঘিরে। বিশেষ করে ‘বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা’ তাদের গাওয়া এই গানটিতে সবচেয়ে আনন্দ পেয়েছেন ক্রিকেটাররা। এই গানের তালে তালে সাকিব-তামিম-মাশরাফিরা ছাড়া নেচেছেন সব ক্রিকেটার। শুধু এই একটি গানই না, শুক্রবার রাতে এমন অনেক সুন্দর সুন্দর গানগুলো মাশরাফি-সাকিব-মাহমুদউল্লাহদের কন্ঠে উঠে এসেছে।শুধু ক্রিকেটারাই নন, মিনিস্টার গ্রুপ রাজশাহীর কোচ সারওয়ার ইমরানও গান গেয়েছেন। তার গানের তালে তালে নেচেছেন গাজী গ্রুপ চট্টগ্রামের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। একটি গানে একত্রিত হয়ে নাচতে দেখা বিশ্বজয়ী যুব দলের ক্রিকেটারদেরও। তবে বেশি জমেছে পঞ্চপাণ্ডবের নাচ-গানে। 

জেমসের বিখ্যাত একটি গান বাবা কত দিন দেখিনি তোমায় মাশরাফি গাওয়া শুরু করতেই সাকিব বলতে থাকনে, ভাই গানের লিরিক্সিটা মনে নাই, অন্য গান ধরেন। প্রতিউত্তরে মাশরাফি বলেন, ‘এই আমিও পারি না’। এরপরই ‘পঞ্চপাণ্ডব’ মিলে শুরু করেন গাওয়া’ চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পাঞ্জাবী তোমার, ইজিচেয়ারটাও আছে, নেই সেখানে অলস দেহ শুধু তোমার, আযানের ধ্বনি আজো শুনি, ভোরে ভাঙ্গাবেনা ঘুম তুমি জানি। শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া পবিত্র কোরআনের বানী…বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়...কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়। শেষ লাইন আসতেই সাকিবও কণ্ঠ মেলান। নিজ থেকেই বলেন এই এক লাইনতো পারি। এদিকে সাকিবকে বাদ দিয়ে চলতে থাকেন মাশরাফির গান। পুরো চত্ত্বর এই একই সুরে গান গেয়ে উঠে। বাবা কত দিন দেখিনি তোমায়?

এই গান শেষ হতেই সাকিব বলে ওঠেন, ‘এমন গান ধরেন, যা সবাই গাইতে পারি।’ এটাই শুনেই মাশরাফি গাইতে শুরু করেন, ‘বাবা তোমার দরবার সব পাগলের মেলা’। এতেই যেন ফর্মে ফিরলেন সাকিব। ‘বাবা তোমার দরবাবে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা’ এই গানের সুরে সুরে লম্বা চুল দুলিয়ে দুলিয়ে নেচে উঠেন সাকিব। সাকিব নাচ দেখে পুরো চত্ত্বর যেন ‘ওপেন কনসার্টে’ অনুভূতি পেল। চারোদিকে মোবাইল ক্যামেরায় ভিডিও ধারনতো চলছেই। পাশাপাশি মাশরাফি-মাহমুদউল্লাহদের নাচে উজ্জিবিত বাকিরাও। মাশরাফিতো কিছুক্ষণ পর পর সাকিবের লম্বা চুল টেনে দিচ্ছিলেন। এমন সাকিবকে সত্যিই খুঁজে পাওয়া কঠিন। শুক্রবার রাতটুকু যেন ‘নতুন’ সাকিবকে দেখিয়ে দিলো ভক্তদের কাছে। হয়তো এই সাকিবকে দেখে হেটার্সরাও হয়ে উঠবেন সাকিবের নতুন ভক্ত!শুক্রবারের এই আড্ডা হৃদয়ে দাগকেটে গেছে মাশরাফি। উৎসবের আমেজ শেষ হতেই অনুভূতি ভাগাভাগি করতে ফেবসুক বসে গেছেন বাংলাদেশের সফল অধিনায়ক। লিখলেন অনুভূতির কথাও, ‘ভালোলাগা ভালোবাসা এক না। .....রিয়াদ—খেলা হবে। কোচ, ফিজিও,ট্রেনার,কম্পিউটার স্পেশালিস্ট,ম্যানেজার, টিম বয়, ম্যাসিওর, এবং সব খেলোয়ার...। অনুর্ধ ১৯ বিশ্বকাপ জয়ী দল. বাংলাদেশের অতীত,বর্তমান এবং ভবিষ্যৎ। ভালোবাসা।’

  •