My Sports App Download
500 MB Free on Subscription


আইসিসির দশকসেরা টি-টোয়েন্টি দলে নেই বাংলাদেশ-পাকিস্তানের কেউ

দশকসেরা টি-টোয়েন্টি একাদশ নির্বাচন করেছে ইন্টারন্যশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই একাদশে জায়গা হয়নি বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের কোনো ক্রিকেটারের।

এই একাদশের অধিনায়ক করা হয়েছে ভারতের মহেন্দ্র সিং ধোনিকে। সেই সঙ্গে একাদশে সর্বোচ্চ চারজন ভারতীয় ক্রিকেটারের জায়গা হয়েছে।

ধোনি ছাড়াও একাদশে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রিত বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার দুজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন।

ক্যারিবীয় ক্রিকেটারদের মধ্যে আছেন ক্রিস গেইল এবং কাইরন পোলার্ড। এ ছাড়া একজন করে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের।

লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার সঙ্গে বোলিং আক্রমণে রাখা হয়েছে আফগান স্পিনার রশিদ খানকে। ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর ২০২০ এই এক দশকের ক্রিকেটারদের মধ্যে থেকেই সেরা একাদশ বেছে নিয়েছে আইসিসি।

আইসিসির দশকসেরা টি-টোয়েন্টি একাদশ: রোহিত শর্মা (ভারত), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক, ভারত), কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), রশিদ খান (আফগানিস্তান), জসপ্রিত বুমরাহ (ভারত), এবং লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।

  •