বাংলাদেশ ৭৫ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল।বাংলাদেশকে সেখান থেকে একাই টেনে তুলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচ ও সিরিজ জিততে বাংলাদেশের শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ১২ রান। এদিকে সেঞ্চুরি তুলে নিয়ে সাকিবের প্রয়োজন ছিল ১০ রান। কিন্তু মোহাম্মদ সাইফউদ্দিন ৪৯তম ওভারে ৬ রান নিলে আর টেন্ডাই চাতারা একটি ওয়াইড দিলে ভেস্তে যায় সাকিবের সেঞ্চুরির স্বপ্ন।
বাংলাদেশচাতারার ওভারে ৯ রান তুলে নিলে জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। পরের ওভারে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সাকিব ব্লেসিং মুজারাবানির প্রথম বলে চার মেরে। যদিও ৯৬ রানে অপরাজিত থেকে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়। ৩ উইকেটের জয়ে এক যুগ পর জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জিতলো বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর- জিম্বাবুয়ে: ২৪০/৯ (৫০ ওভার) (মাধেভেরে ৫৬, টেলর ৪৬, চাকাভা ১৬, মারুমানি ১৩, মেয়ার্স ৩৪, রাজা ৩০; শরিফুল ৪/৫৪ সাকিব ২/৪২)
বাংলাদেশ: ২৪২/৭ (ওভার ৪৯.১) (তামিম ২০, লিটন ২১, সাকিব ৯৬, মাহমুদউল্লাহ ২৬, আফিফ ১৫, সাইফউদ্দিন ২৮)