টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে একাদশে সুযোগ হয়নি শুভাগত হোমের। তবে টানা দুই ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা জেমকন খুলনার চতুর্থ ম্যাচে সুযোগ পান এই অফস্পিনিং অলরাউন্ডার। প্রথম সুযোগেই বাজিমাত। ৫ বলে গুরুত্বপূর্ণ ১৫ রানের পাশাপাশি তিনটি উইকেট নিয়েছেন তিনি। হয়েছেন ম্যাচ সেরাও। এমন পারফরম্যান্সের কারন জানতে চাইলে শুভাগত জানিয়েছেন, একাদশে সুযোগ না পেলেও প্রতি ম্যাচেই নিজের প্রস্তুতিটা সেরে রেখেছিলেন তিনি।
সোমবার ঢাকার বিপক্ষে ১৪৬ রানে আটকে যায় খুলনার ইনিংস। তবে এতোদূরও আসতো না, যদি না শেষ দিকে নেমে শুভাগত ৫ বলে ১৫ রানের টর্নেডো ইনিংসটি না খেলতেন। শুধু তাই নয়, বোলিংয়ের সুযোগ পেয়েও ওপেনরা তানজিদ তামিম, মুশফিকুর রহিম ও শফিকুল ইসলামকে সাজঘরে ফিরিয়েছেন। দলের জয়ে অবদান রাখা শুভগত জানালেন, ‘খুব ভালো লাগছে, প্রথম ম্যাচ জেতার পর আমরা দুটো ম্যাচ জিততে পারিনি।
আজকে চতুর্থ ম্যাচে জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমি খেলতে পারিনি (আগের ম্যাচগুলোতে)। তবে প্রস্তুতি নেওয়া ছিল, যেন সুযোগ পেলেই ভালো খেলতে পারি। ভালো লাগলে, পরিকল্পনা মতো কাজ করতে পেরেছি।’টানা চার ম্যাচেই দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা ছিলেন ব্যর্থ। এই ব্যর্থতা কাটাতে পুরো দলই খাটছে বলে জানালেন শুভাগত, ‘আমাদের শুরুটা ভালো হচ্ছে না। আমাদের ব্যাটসম্যানরা চেষ্টা করছে অনুশীলনে এবং ম্যাচে। পরের ম্যাচগুলোতে আমাদের ব্যাটসম্যানরা ভালো করবে।’