২২ নভেম্বর ১৯৯১, এই দিনে জন্ম নিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের হার্ডহিটার খ্যাত ব্যাটসম্যান সাব্বির রহমান। ২৯ বছর বয়সে পা দিয়েও এখনো নিজেকে তরুণ ভাবছেন তিনি। বয়সের সঙ্গে নিজেকে আগের চেয়ে আরো পরিণত বলেও মানছেন এই ব্যাটসম্যান।
আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকায় হয়ে মাঠ মাতাতে দেখা যেতে পারে সাব্বিরকে। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর। জাতীয় দলের হয়ে ৬ বছর ধরে খেললেও নিজের জায়গাটা এখনো পোক্ত করতে পারেননি এই ফিনিশার।
বারবারই নিজের খামখেয়ালি মনোভাব কিংবা খারাপ পারফরম্যান্সের জেরে দল থেকে বাদ পরেছেন তিনি। আসন্ন টুর্নামেন্টে ভালো খেলতে বেশ আত্মপ্রত্যয়ী বেক্সিমকো ঢাকার এই ব্যাটসম্যান।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় সাব্বির বলেন, 'আমি এখনো তরুণ, এখনো পরিণত বলতে পারেন। তাই চেস্টা করছি গত ৩/৪ বছর যেটা ছিল না এখন হয়ত সেটা বুঝতে পারছি। একদম পরিণত মনে হচ্ছে নিজেকে আর মনে হচ্ছে যে একটু শান্ত শিষ্ট বা আরো পরিণত হয়ে কাজ করা উচিত এবং সবকিছু মিলে চেস্টা করব ভালো মত খেলার।'
জাতীয় দলে অনেকবার সুযোগ পাওয়ার পরেও বারবারই পারফরম্যান্স বলে অনুজ্জ্বল ছিলেন সাব্বির। এই টুর্নামেন্টে ঘিরে তাই আবারো জাতীয় দলে ফেরার স্বপ্ন বুনছেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। আসন্ন টুর্নামেন্টে নিজেকে প্রস্তুত করতে তাই রাজশাহীতে কঠোর পরিশ্রম করেছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে সাব্বির আরো বলেন, 'পরিশ্রমের তো কোন বিকল্প নেই আর সারাদিন ব্যাটিং করেও যে রান করতে পারব তার কোন বিকল্প নাই বা তার কোন উত্তর নাই। রাজশাহীতে ২০ দিন বা ২৫ দিন ছিলাম আমি চেস্টা করেছি ভালোমত প্রাকটিস করার। মাঝ উইকেটে ব্যাটিং করেছি, স্লোপে ব্যাটিং করেছি। যেটা আমার দরকার যেখানে আমার ব্যাটিং করার দরকার হইছে বা সুযোগ হইছে আমি ব্যাটিং করার চেষ্টা করেছি। এই টুর্নামেন্টটাকে ঘিরেই প্রাকটিস করেছি। ইনশাআল্লাহ ভালো করার জন্যই প্রাকটিস করেছি।'