My Sports App Download
500 MB Free on Subscription


দুই দফা বৃষ্টি বাঁধা ডিঙ্গিয়ে মুশফিকের সেঞ্চুরি

দুই দফা বৃষ্টি বাঁধা পেরিয়ে সেঞ্চুরির দেখা পেলেন মুশফিক। প্রথম দফায় অপেক্ষাটা ছিলো ২৬ মিনিটের, দ্বিতীয় দফায় সেই অপেক্ষা আরও দীর্ঘায়িত হয়। ৩৮ মিনিট অপেক্ষা করে মাঠে নেমেই পেলেন সেঞ্চুরি। ভানিন্দু হাসারাঙ্গার বলে ফ্লিক শটে বাউন্ডারির সাহয্যে ১৫ ইনিংস পর সেঞ্চুরি পেলেন বাংলাদেশের সেরা এই ব্যাটসম্যান।

‘আমি রাসেল কিংবা পোলার্ড নই’-একদিন আগে ম্যাচ সেরার পুরষ্কার হাতে নিজের সামর্থ্যের কথা জানিয়ে মুশফিক এমনটাই বলেছিলেন। ক্যারিয়বিয় এই দুই ব্যাটসম্যানের মতো পাওয়ার হিটিংয়ে পারদর্শী নন মুশফিক। তবে দলের স্কোরবোর্ড সমৃদ্ধ করার মূল কাজটা নিয়মিতই করছেন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচেই দলের বিপর্যয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে আরও কঠিন পরিস্থিতির সামনে ছিলেন এই উইকেট কিপার। ওই অবস্থা থেকে ঠান্ডা মাথায় খেলেছেন দারুন একটি ইনিংস। ১৫ ইনিংস পর পেয়েছেন ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরি। 

বৃষ্টির কারনে ২৬ মিনিট খেলা বন্ধ ছিলো। বৃষ্টির পর ৮৪ রান নিয়ে খেলতে নামেন মুশফিক। নেমে আরও ১২ রান যোগ করেই দ্বিতীয় দফায় বৃষ্টি ফাঁদে পড়েন মুশফিক। বৃষ্টির কী কেড়ে নেবে মুশফিকের সেঞ্চুরি। এমন আলোচনার মুহুর্তে ৩৮ মিনিট পর ফের খেলা শুরু হয়। দ্রুততার সঙ্গে মুশফিক তুলে নেন সেঞ্চুরি। ১১৪ বলে ৬ চারে মুশফিক সেঞ্চুরির মাইফলকে পৌঁছান। 

অবশ্য পুরো ইনিংসই মুশফিক গড়েছেন সিঙ্গেল ও ডাবলসের উপর ভিত্তি করেই। সানাকার ১৮.২ বলে প্রথম বাউন্ডারি নেন মুশফিক। তখন মুশফিকের রান ২৭ থেকে ৩১ পৌঁছে। ৩৮তম ওভারে হাসারাঙ্গার বলে দ্বিতীয় চার মেরে ৭৪ এ পৌঁছান মুশফিক। ৮০ ঘরে গিয়েই মুশফিক বেশ কিছু বাউন্ডারি মেরেছেন। পাওয়ার হিটিংয়ে স্কিল কম থাকলেও কিভাবে সিঙ্গেল, ডাবল নিয়ে স্কোর গড়তে হয়ে, সেটি এই ম্যাচে ভালো করেই দেখালেন মুশফিক।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে নটিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন মুশফিক। এরপর আরও কিছু ম্যাচে সেঞ্চুরির সুযোগ থাকলেও মিস করেন এই ডানহাতি ব্যাটসম্যান। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সিরিজে ৯৮ রানে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে যোগ্য সঙ্গীর অভাবে সেবার সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে গত ম্যাচে নিজের ভুলেই সেঞ্চুরি বঞ্চিত হন মুশফিক। দূর্দান্ত খেলতে থাকা মিডল অর্ডার এই ব্যাটসম্যান রিভার্স সুইভ করতে গিয়ে আত্মহুতি দেন মুশফিক।

সেঞ্চুরি করার পথে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে এক হাজার রান পূর্ণ করেন মুশফিক। ক্যারিয়ারের ৮ সেঞ্চুরির মধ্যে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষেই মুশফিকের সর্বোচ্চ দুটি করে সেঞ্চুরি রয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রয়েছেন একটি করে সেঞ্চুরি।

  •