My Sports App Download
500 MB Free on Subscription


ভ্যাকসিনের অপেক্ষায় এনসিএলের দলগুলো

গত বছর মার্চে ঢাকা লিগের প্রথম রাউন্ড শেষেই লিগ বন্ধ করে দিতে বাধ্য হয় বিসিবি। দীর্ঘ বিরতির পর চলতি মাসে জাতীয় লিগ দিয়ে মাঠে ফিরছে ঘরোয়া ক্রিকেট। ইতিমধ্যে ৮টা বিভাগের সঙ্গে বৈঠক করে দল গঠন করে দিয়েছে বিসিবি। ২২ মার্চ থেকে খেলা শুরু হওয়ার কথা থাকলেও এখনো তা নির্ভর করছে ভ্যাকসিন প্রয়োগের ওপর। বৈঠকের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বৃহস্পতিবার বিসিবি প্রধান নির্বাচক বলেছেন, ‘আমরা দলগুলো তৈরি করতে অধিনায়ক ও কোচের সঙ্গে বসেছি। আমরা ৮টা ডিভিশনের সঙ্গে বসে ১৮ জন করে দল তৈরি করে দিয়েছি। ২২ তারিখ খেলা শুরুর কথা। এখন টিকা কবে দেওয়া হবে সেটার ওপর নির্ভর করছে। আমরা আমাদের কাজ এগিয়ে রেখেছি। দলগুলো প্রায় প্রস্তুত করে দিয়েছি যেন অনুশীলন শুরু করে দিতে পারে।’ 

২২তম আসরটি ২২ মার্চ থেকে শুরু হয়ে চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। প্রথম দুই রাউন্ডে অংশ নিতে পারবেন জাতীয় টেস্ট দলের সদস্যরা। সংক্ষিপ্ত সংস্করণের সদস্যরা নিউজিল্যান্ড সফরে থাকায় তাদের খেলার সম্ভাবনা নেই। এরপর দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কায় যাবে ক্রিকেটাররা। শ্রীলঙ্কা যাওয়ার আগে অন্তত একটি টেস্ট খেলা সম্ভব বলে মনে করেন প্রধান নির্বাচক, ‘এখন যারা টেস্ট দলের ক্রিকেটাররা দেশে আছে ওরা দুই রাউন্ড খেলতে পারবে। আমাদের তৃতীয় রাউন্ড হবে পাঁচ এপ্রিল থেকে। আমরা আলোচনা করছি। যারা নিউজিল্যান্ড থেকে আসার পর এক রাউন্ডের জন্য ফাঁকা থাকবে, শ্রীলঙ্কা যাওয়ার আগে যদি একটা রাউন্ড খেলা যায়, আমরা সেই চেষ্টা করব।’