My Sports App Download
500 MB Free on Subscription


ডেথ ওভারে রান তোলায় শীর্ষে ভারত, তিনে বাংলাদেশ

টি-টোয়েন্টি ক্রিকেটে ডেথ ওভারের (১৬-২০) সময়টা যে কোনো দলের জন্যই গুরুত্বপূর্ণ। শেষ পাঁচ ওভারই আপনার দলীয় সংগ্রহটাকে বদলে দেয়। ওই সময়টায় একের পর এক ইয়র্কার দিয়ে ব্যাটসম্যানদের কুপোকাত করতে চায় বোলাররা। তাই সেখানে দ্রুত রান তুললে প্রত্যেকটি দলই বিগ হিটার রাখে। যারা কিনা অল্প কিছু বল খেলেই দ্রুত রান তুলতে পারে।

ঠিক এই জায়গায় একজন স্বীকৃত ফিনিশারের জন্য বেশ কয়েক বছর ধরেই হাহাকার করছে বাংলাদেশ। যে কারণে বড় রান তাড়া করতে কিংবা স্কোরবোর্ডের বড় সংগ্রহ দাঁড় করাতে বেগ পেতে হয়। তবে গেল ১২ মাসের পরিসংখ্যানে কিছুটা হলেও স্বস্তি পেতে পারে টাইগার ভক্ত-সমর্থকরা।

কারণটাও স্পষ্টই। গেল ১২ মাসে টি-টোয়েন্টি ক্রিকেটে ডেথ ওভারে সবচেয়ে বেশি রান তোলার তালিকায় তিনে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। যদিও করোনার কারণে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি। তবুও রান রেটের পরিসংখ্যানটা অবশ্য বাংলাদেশের পক্ষেই কথা বলছে।

সর্বশেষ ১২ মাসের পরিসংখ্যানে বাংলাদেশের পিছনে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের মতো দেশগুলো। ওই সময়টায় মাত্র ৪ ম্যাচ খেলা বাংলাদেশ ডেথ ওভারে ১০.৯২ গড়ে রান তুলেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজের দাপট দেখা গেলেও শেষ ১২ মাসে ডেথ ওভারে কিছুটা যেন মলিন ছিল তারা।

এই তালিকায় দাপট দেখিয়েছে ভারত। প্রতি ওভারে সর্বোচ্চ ১১.৫৯ গড়ে রান তুলে তালিকার শীর্ষে ভারত। আর তালিকার তিনে ১১.৩০ গড়ে রান তোলা আফগানিস্তান। এই সময়টায় সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ইংল্যান্ড রয়েছে চার নম্বরে। ডেথ ওভারে ১০.৮৬ গড়ে রান তুলেছে ইংলিশ ব্যাটসম্যানরা।

এরপর যথাক্রমে তালিকার পাঁচ, ছয়, ক্রমান্বয়ে ১১ পর্যন্ত আছে ওয়েস্ট ইন্ডিজ (১০.৬০), পাকিস্তান (১০.২৯), নিউজিল্যান্ড (৯.৯৮), দক্ষিণ আফ্রিকা (৯.৬৩), অস্ট্রেলিয়া (৮.৪৭), জিম্বাবুয়ে (৮.২৯) এবং তালিকার সবার নিচে শ্রীলঙ্কা (৮.২৬)।