My Sports App Download
500 MB Free on Subscription


ওয়েস্ট ইন্ডিজকে হালকা ভাবে নিচ্ছেন না মুমিনুল

নিউজিল্যান্ড সফরটি দুঃস্বপ্নের মতো কেটেছে ওয়েস্ট ইন্ডিজের। টানা দুই টি-টোয়েন্টি হারের পর তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। এরপর টেস্ট সিরিজেও হতাশাজনক পারফরম্যান্স করেছে ক্যারিবীয়রা। দুই টেস্টেই কিউইদের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছে তারা।

হারের বৃত্তে ঘুরপাক খেলেও ওয়েস্ট ইন্ডিজকে হালকা ভাবে নিচ্ছেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তিনি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, ক্যারিবীয়রা এই হার নিয়ে হতাশ থাকলেও তাদের হালকা করে দেখার সুযোগ নেই।

এ প্রসঙ্গে মুমিনুল বলেন, 'ওরা টানা সিরিজ হেরে আসছে এর মানে এই না যে ওদের আপনি এখানে হারিয়ে দেবেন। ওদের সঙ্গে খেলতে হলে আপনার পুরো চেষ্টা দিয়েই খেলতে হবে। ইতিবাচক দিক একটাই, ওরা একটু হতাশ থাকবে। তবে এর মানে এই না যে ওদের আপনি ছেড়ে দেবেন।'

করোনার সংক্রমণের মধ্যেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। এরপর তারা নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ খেলেছে। মুমিনুল মনে করেন এই সিরিজে জয়ের জন্য বাড়তি চাপে থাকবে ক্যারিবীয়রা। 

বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, 'এটাও হতে পারে যে ওরা এই সিরিজ জয়ের জন্য অতিরিক্ত চাপ নিয়ে নেবে। ওরা তিনটা সিরিজ জৈব সুরক্ষা বলয়ে ছিল। এটাও সহজ না।'

সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর আগামী ২০, ২২ এবং ২৫ জানুয়ারি দুই দল মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে। ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।