My Sports App Download
500 MB Free on Subscription


১৯০ রান তাড়া করার মতো ছিলো: মাহমুদউল্লাহ

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশ হওযার পর টি-টোয়েন্টিতে সিরিজেও হার দিয়ে শুরু করেছে মাহমুদউল্লাহর দল। বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে ২১০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে কিউইরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ১৪৪ রানেই থেমে যায়। টি-টোয়েন্টি অধিনায়ক মনে করেন ১৯০রানে নিউজিল্যান্ডকে আটকানো গেলে, তাদের জন্য ম্যাচ জেতা সহজ হতো!

কিউইদের বিপক্ষে আরেকটি হার সঙ্গী করে নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিল মাহমুদউল্লাহ। সেখানেই তিনি বলেছেন, ‘১৯০ হলে তাড়া করার মতো ছিল, তবে বাজে ফিল্ডিংয়ের কারনে একটু বেশি বাউন্ডারি হজম করতে হয়েছে।’ প্রথম ১৫ ওভারে স্বাগতিকদের রান ছিলো ১৪৬। শেষ ৫ ওভারে ৬৫ রান তোলে কিউইরা। ওটাই মূলত বুমিরাং হয় সফরকারীদের জন্য। মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমার মনে হয় আমাদের সুযোগ ছিল। শুরুতে আমরা উইকেট নিয়েছি, রান রেট সাতের নীচে ছিল। কিন্তু ডেভন যেভাবে ব্যাটিং করেছে, সে তার সাম্প্রতিক ইনিংসগুলোয় ধারাবাহিকভাবে দারুণ খেলেছে। আমার মনে হয় বোলাররা ভালো বোলিং করেছে, বোলারদের দোষ দিতে পারছি না। কিছু মিসফিল্ডিং বাউন্ডারি দিয়ে দিয়েছে।’

মাহমুদউল্লাহ আরও যোগ করেন, ‘আমি আগেও বলেছি, ১৯০ রান হলে সেটি তাড়া করে জেতা যেত। একসঙ্গে বেশ কয়েকটি উইকেট হারালে, ম্যাচ জেতা সহজ হয় না।’কনওয়ের বিধ্বংসী ইনিংসেই মূলত রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। ৫২ বলে ৯২ রানে অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরার পুরষ্কার জেতেন কনওয়ে। কিউই এই ব্যাটসম্যানই কি পার্থক্য গড়ে দিলো, এমন প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বলেছেন, ‘সে দারুণ ফর্মে আছে, আমার জানামতে গত ৬-৭ ম্যাচে ৫-৬টি ফিফটি করেছে সে। তবে আমরা সুযোগ পেয়েছিলাম তাকে আউট করার, নতুন ব্যাটসম্যান আনা। সামনের ম্যাচে তাকে আটকানোর উপায় বের করতে হবে।’