ইনজুরিতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে গেছেন ফরচুন বরিশালের পেসার আবু জায়েদ রাহী। তার জায়গায় নেওয়া হয়েছে নতুন এক পেসার। বাঁহাতি পেসার সালাউদ্দিন শাকিলকে দলে ভিড়িয়েছে তামিম ইকবালের দল।
বরিশালের মিডিয়া বিভাগ বুধবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন। মুন্সিগঞ্জের ছেলে শাকিল টি-টোয়েন্টিতে ম্যাচ খেলেছেন পাঁচটি। উইকেট পেয়েছেন আটটি। দীর্ঘদিন ধরেই বাঁহাতি পেসার খেলাধুলার বাইরে। রাহীর ইনজুরিতে স্কোয়াডে সুযোগ পেলেও মূল ম্যাচে খেলার সুযোগ পাবেন কিনা নিশ্চিত নয়।
মঙ্গলবার মিরপুরে রাজশাহীর বিপক্ষে রেকর্ড গড়া ম্যাচে চোট পান রাহী। প্রথম দুই ওভার করেছিলেন ঠিকঠাক। তৃতীয় ওভার করতে গিয়ে পেশীতে টান পড়ে তার। নাজমুল হোসেন শান্তর ব্যাটে প্রথম বলে ছক্কা হজমের পর দ্বিতীয় বল করতে পারেননি। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন।
পর্যবেক্ষেণের পর দলের ফিজিও জানিয়েছেন, প্রথম স্তরের টিস্যুর ইনজুরিতে ভুগছেন জাতীয় দলের এ পেসার। ১৫ দিন বিশ্রামে থাকলেই ফিট হয়ে যাবেন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বরিশালের শেষ চারের আশা এখনও টিকে আছে। গতকাল তারা ২২০ রান তাড়া করে জেতে রাজশাহীর বিপক্ষে। বরিশাল ৬ ম্যাচে জিতেছে দুটিতে। হেরেছে ৪টি। শেষ ২ ম্যাচ জিতলে তারা শেষ চারে চলে যাবে।