My Sports App Download
500 MB Free on Subscription


১০-১৫ রানের আক্ষেপ শান্তর

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রথম দুই ম্যাচে টানা জয় পাওয়ার পর নিজেদের তৃতীয় ম্যাচে এসে হেরেছে মিনিস্টার রাজশাহী। হারের জন্য ব্যাটসম্যানদের দায় দিচ্ছেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি মনে করেন, ব্যাটসম্যানরা আরও ১০-১৫ রান বেশি তুলতে পারলে ম্যাচের ফলাফল ভিন্ন কিছু হতে পারতো।

প্রথম দুই ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে দলটির ব্যাটসম্যানরা। তবে ফরচুন বরিশালেরর বিপক্ষে এসে যেন খেই হারিয়ে ফেলে তারা। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩২ রান তুলে পদ্মা পাড়ের দলটি। তাতে তামিম ইকবালের অপরাজিত ৭৭ রানের কল্যাণে নিজেদের প্রথম জয় পায় বরিশাল।

ম্যাচ শেষে তামিম ইকবালের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন শান্ত। সেই সঙ্গে স্কোরবোর্ডে ১০-১৫ রান কম হওয়ার আক্ষেপ প্রকাশ করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমি মনে করি তামিম ভাই ভালো ব্যাটিং করেছে। আমরা বোর্ডে যথেষ্ঠ রান তুলতে পারিনি। আমরা যদি আরও ১০-১৫ রান করতে পারতাম তাহলে খেলাটা ভিন্ন হতো।’

ক্যাচ মিস তো ম্যাচ মিস, এমন কথা প্রায়শই শোনা যায়। ভিন্ন কিছু হয়নি বরিশাল এবং রাজশাহীর ম্যাচে। ব্যক্তিগত ১ রানে থাকা পারভেজ হোসেন ইমনের ক্যাচ ফেলে দেয়ার পর তিনি আউট হন ২৩ রান করে। আর শেষ দিকে ম্যাচটি বরিশালের জন্য কঠিন হওয়ার সুযোগ তৈরি হলেও ৬২ রানে থাকা তামিমের ক্যাচ মিস করেন রেজাউর রহমান রাজা। শেষ পর্যন্ত সেই তামিমই হারের কারণ হয়ে দাঁড়ায় তাদের।

শান্ত মনে করছেন, ক্যাচগুলো নিতে পারলে হয়তো ভিন্ন কিছু হতে পারতো। তারপরও ক্রিকেটারদের চেষ্টায় খুশি তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি সবাই ভালোভাবেই চেষ্টা করেছে। ক্যাচ মিস খেলারই অংশ। আমরা ওই ক্যাচ দুইটা নিতে পারলে হয়তো ভিন্ন কিছু হতো। তবে সবাই অনেক সহযোগিতা করেছ।’

পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করলেও পাওয়ার প্লের পর মাত্র ১৫ রানে চার উইকেট হারায় রাজশাহী। তাতে অনেকটা পিছিয়ে পড়ে দলটি। তবে সবকিছু ছাপিয়ে পরের ম্যাচে ছন্দ ফিরতে চান দলটির অধিনায়ক। শান্তর ভাষ্য, ‘হ্যাঁ, অবশ্যই। পাওয়ার প্লের পরে আমরা বেশ কিছু উইকেট হারিয়েছি। যে কারণে আমরা পেরে উঠতে পারিনি। আমরা এই ম্যাচ থেকে শিক্ষা নেব এবং আমি আশা করি পরের ম্যাচে আমরা ছন্দে ফিরব।’

  •